অতনুর নামগন্ধ
মুকুট : জানালা খোলা থাক বা না থাক প্রোটন কণা মুখে পিয়ানোদের উড়ে যেতে দেখা যায়। সর্দি কাশি আজবতা বাহিত পিয়ানোর পরম্পরা তোমাতেই বাজবে যেভাবে মনকে নাড়াবে। যতদূরেই উড়ে যাক চঞ্চল আঙুলের খেলা ওয়াড্রোবে যাপিত হবে পংক্তির পর পংক্তি। সংহত কনটরাসেপটিভ থেকে শুরু করে মিছরির কার্যকারিতা ধাপে ধাপে বদলায় মাঠ ঘাট মোকদ্দমায় বাহিত হয়ে গেলে।
পুজো : আল্পনা নিজে থেকে অ্যাবসটরাকট হয়েছে। কেউ তাকে শাসিয়ে বলেনি ওইখান দিয়ে লক্ষ্মীর আগমন হয়। কেউ তাকে বলে না কৌণিক বিন্দু থেকে কেন্দ্র বিন্দুতে পৌঁছে পাঁচালির ধ্বনি তুলতে হয়। আমি তো বলিনি তাকে অ্যাবসটরাকট হয়ে কথা বল। নিজেরই কর্মফলে আল্পনা মোতি হয়ে গেল।
মুকুট : জানালা খোলা থাক বা না থাক প্রোটন কণা মুখে পিয়ানোদের উড়ে যেতে দেখা যায়। সর্দি কাশি আজবতা বাহিত পিয়ানোর পরম্পরা তোমাতেই বাজবে যেভাবে মনকে নাড়াবে। যতদূরেই উড়ে যাক চঞ্চল আঙুলের খেলা ওয়াড্রোবে যাপিত হবে পংক্তির পর পংক্তি। সংহত কনটরাসেপটিভ থেকে শুরু করে মিছরির কার্যকারিতা ধাপে ধাপে বদলায় মাঠ ঘাট মোকদ্দমায় বাহিত হয়ে গেলে।
পুজো : আল্পনা নিজে থেকে অ্যাবসটরাকট হয়েছে। কেউ তাকে শাসিয়ে বলেনি ওইখান দিয়ে লক্ষ্মীর আগমন হয়। কেউ তাকে বলে না কৌণিক বিন্দু থেকে কেন্দ্র বিন্দুতে পৌঁছে পাঁচালির ধ্বনি তুলতে হয়। আমি তো বলিনি তাকে অ্যাবসটরাকট হয়ে কথা বল। নিজেরই কর্মফলে আল্পনা মোতি হয়ে গেল।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন