দুটি কবিতা
বিনিদ্র রাতের চাঁদ
বিনিদ্র রাত বেয়ে
তুমুল জ্বর
ঘোর
ঘোরের ভেতর হাঁটাচলা
চুপকথায় হাজারো নিষেধ
প্রহরায় ভরে তোলে
আনাচকানাচ
বাড়ি পাড়া আর সমাজ নামক
চাঁদের গায়ে তবু ক্রমাগত বেড়ে যায় দাগ।
বাসন্তিক
বাতাস ছুঁয়েছে গাছ
ছুঁয়েছে জল
গভীর তল
রাত ছোঁয় নিষিদ্ধ ঠোঁট
পাতারা আগুন ছড়ায়
শিমূলের লাল ওড়ে উড়ুক
এলোমেলো উড়তে পুড়তে
কিছু সুখ তো ছোঁয়া যায়!
বিনিদ্র রাতের চাঁদ
বিনিদ্র রাত বেয়ে
তুমুল জ্বর
ঘোর
ঘোরের ভেতর হাঁটাচলা
চুপকথায় হাজারো নিষেধ
প্রহরায় ভরে তোলে
আনাচকানাচ
বাড়ি পাড়া আর সমাজ নামক
চাঁদের গায়ে তবু ক্রমাগত বেড়ে যায় দাগ।
বাসন্তিক
বাতাস ছুঁয়েছে গাছ
ছুঁয়েছে জল
গভীর তল
রাত ছোঁয় নিষিদ্ধ ঠোঁট
পাতারা আগুন ছড়ায়
শিমূলের লাল ওড়ে উড়ুক
এলোমেলো উড়তে পুড়তে
কিছু সুখ তো ছোঁয়া যায়!
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন