![]() |
কবিতার কালিমাটি ১৪৭ |
কবিতার জন্ম
একটা ঘরে সুখ দুঃখ হাসি কান্না
দেয়াল জানে কতদূর তারা যায়
জানালা দিয়ে উঁকি দিল রক্তচাঁদ
উল্লাস ভেসে আসছে ঝড়ের সাথে
আবার কার ঘরে বেহালায় বিষাদ
থালাভরা জীবন খেতে খেতে শূন্য
ভাঙতে ভাঙতে একটা কবিতা জন্মায়
আর তার সাথে লেগে থাকা গল্প শেষ হতেই চায় না
অহম
অহংকারের মোহে সবকে ভুলেছি
আমার আমার মরে গেল আমার আমি
পৃথিবীর রক্তপাতে এতো উদাসীন
নিজেকে খুঁড়েছি শুধু কিছু না পেলেও
মুক্তির পথ খুঁজে খুঁজে দেখি মেঘ
তার কালো কড়াই সেদ্ধ করছে আমায়
এ পাড়ার ফুলেরা হাসে আমার দুর্দশায়
আমি থেকে বেরোলেই শবাসনে শিব
আষাঢ়
মৃত কুকুরের দেহ জড়িয়ে রাস্তার গা
তার 'পরে প্রথম আষাঢ়ের ছোঁয়া
কালো ছাতার নীচে মেয়েটির বমি বমি ভাব
অর্ধেক ভেজা সঙ্গী বুঝতে পারে না
আকাশে আলোর রেখা হাতীর স্বভাব
মাটির উনানে জেগে ভেজা কাঠ ধোঁয়া
কাগজ লেখেনি কিছু তবুও সব কালি জল
তাদের বাড়িতে আজ দেবী ঋতুমতী
সামনে জলের তোড়ে যান শ্লথগতি
নিভে যাওয়া দেশ ডাকে অনল অনল
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন