প্রতিবেশী সাহিত্য
তুরষ্কের কবি অরহান বেলি কানিক’এর কবিতা
(অনুবাদ : বাণী চক্রবর্তী)
কবি পরিচিতি : অরহান বেলি কানিক (Orhan veli
kanik : 13th April, 1914, Beykoz Turkey 14th November, 1950 in Istanbul) তুরষ্কের
একজন প্রতিভাবান কবি ছিলেন। বিংশ শতাব্দীর কবিদের মধ্যে তিনি নিজস্ব এক অননুকরণীয় শৈলীতে
লিখেছেন। তাঁর ছোট ছোট কবিতাগুলির গভীরতা সহজেই অনুভব করা যায়। তিনি সাহিত্যে মাষ্টার্স করেছিলেন।
সুহানা মরসুম (Good weather)
এই মনোরম আবহাওয়া
আমার ক্ষতি করে দেয়,
এই সুহানা মরসুমে আমি
সরকারি চাকরিতে ইস্তফা দিয়ে ফেলি!
আর সিগারেটে সুখটান দিতে দিতে
মাদকাসক্ত হয়ে স্বপ্নে বিভোর হই।
আবার প্রেমেও হাবুডুবু খাই...
এসময় বাড়ির জন্য রুটি, চিজ অথবা
নুন নিতে মনে থাকে না!
বারেবারে কবিতা লেখার সেই রোগে
আমি আক্রান্ত হই...
ভালো আবহাওয়া এভাবেই আমাকে
শেষ করে দেয়!
আমার মাস্টারপিস (My masterpiece)
প্রেমে পড়ার সময় কবিতা লেখার
অভ্যেস আমার ছিল না,
কিন্তু সেরা লেখা তখন লিখলাম
যখন নিজের ভেতর
সর্বদা তাকে অনুভব করি।
যখন উপলব্ধি হয়... প্রথমবার
ভালবাসি তাকে!
আমার অনন্য কবিতার
প্রথম পাঠক সে-ই হবে!
হঠাৎ করে (All of a sudden)
সবকিছুই অকস্মাৎ ঘটে,
হঠাৎ করেই আলোকে পরাজিত করে
এ পৃথিবীতে অন্ধকার নামে।
হঠাৎ করেই মাথায় আকাশ ভেঙে পড়ে।
হঠাৎ করে লতা গাছকে জড়িয়ে ধরে,
কুঁড়ি ও ফল হঠাৎই দৃষ্টিপথে আসে।
হঠাৎ করে... হঠাৎ করে...
এ পৃথিবীতে নারী আসে... পুরুষ আসে
বেড়াল কুকুর আসে মানুষের সাথে।
এমনই হঠাৎ করে প্রেম এসে যায়...
অকস্মাৎ খুশির নদী বয়ে যায়...
খুশির হাওয়া জড়িয়ে ধরে!
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন