কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

ইন্দ্রাণী সরকার

 

কবিতার কালিমাটি ১১৬


দোরের আনাগোনায়

 

আধফোটা পদ্মকুঁড়িতে লেগে থাকা

সকালের শিশির মুক্তোদানার মত ঝিকমিক করে

ভোরের আবছা আলোয় রাঙা হয়েছে আকাশ

টগর ফুলে ফুলে লেগে আছে জলের কুচি

নদীর ঢেউয়ে নাচে ছলাৎ ছলাৎ নৌকোর কিনারা

দেবদারুর পাতায় পাতায় মৃদুমন্দ শিহরণ

সর্ষেফুল ঢেউ তুলে মিলিয়ে যায়

ছায়াময় আকাশে মেঘদের নৌকো ভেসে চলে

পাহাড়ের মাথায় সবুজের আঁকিবুঁকি

তেরছা আলো ঝুঁকে আছে দোরের আনাগোনায়

 

পুনর্জীবন

 

আধো রাতে আধো জোছনায় তোমায় দেখি

তোমার কোমল মুখখানি আর

আবেশে বুজে আসা নরম চোখের পাতা

 

ভালোবাসা না পেলে তোমার মুষড়ে পড়া

দেখে আমার কষ্ট হয় কিন্তু চেপে রাখি

তারাদের আলো দিয়ে তোমায় পুনর্জীবন দিই

 

তোমার কথা তোমায় বলতে চাই

কিন্তু তার কোনো উপায় নেই

তাই খাতার পাতায় আমার মন এঁকে নিই 

 

যদি কখনো সময় পাও চুপিচুপি

তোমার নিজের দুনিয়া থেকে বেরিয়ে এসে

পড়ে নিও আমার হিজিবিজি মনের কথা

 

সাতকাহন

 

ফেরারি রাতে পাখিদের সংলাপ শোনা যায়

জনশূণ্য দ্বীপান্তরে গাংচিলের শব্দ রোমন্থন

আকাশে মেঘের মানচিত্র ফিকে হয়ে আসে

প্রকৃতি আলমাখা অবগাহনে উজ্জ্বলতর হয়

বালুচরে লেখা থাকে কত অসমাপ্ত কবিতা

সকালের জ্যোতির্ময়তায় পাতারা ঝলমল

পানকৌড়ি জীবনে শরীর জুড়ে সাতকাহন

ফুলকুমারীর মত আমি প্রস্ফুটিত হয়ে থাকি।

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন