কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

লুদউইগ সাভেদ্রা

 

         

প্রতিবেশী সাহিত্য

 

লুদউইগ সাভেদ্রা-র কবিতা  

 

(অনুবাদ : জয়া চৌধুরী)    




কবি পরিচিতি : লেখাপড়া পেরুর সান মারকোস বিশ্ববিদ্যালয়ে। প্রকাশিত বই Florece ২০০৯, El mar de vinillo ২০১৫,  Los arrecifes, Hartado de sonidos ২০১৭,  y Al pie de la explosión, ২০১৮। বিশ্বাস করেন  ‘ভ্রামণিক কবি’ সত্ত্বায়। শিক্ষক  ও প্রকাশক এই কবি বর্তমানে দুটি কাব্যগ্রন্থ রচনা  করছেন।

 

Manos Curvas (বাঁকা হাত)

আমার প্রেম নাচতে থাকে ভোরবেলা

ছায়ায় ছায়ায় এবং স্ফিংক্স

মথের ডানায়

আরো উন্নতি ঘটাতে ভিত্তি করে নেয় - সমুদ্রের ঢেউগুলি

 

সুন্দর ভাবে ওরা ক্ষয়ে যেতে থাকে

ধোঁয়ার গ্রাফিতি এবং ইশারার মাঝখানে

 

ইতিমধ্যে

তোমার আঙুলের মাথায় মাথায় আলো জ্বালাতে থাকে মেঘেরা

যেন ওরা পবিত্র পিসাক উপত্যকায় রয়েছে

 

রাতের সমুদ্রের চোখেরা যেখানে চাঁদের প্রতিবিম্ব

রাতের জনপদ

প্রস্ফুটিত হয়ে ওঠে

ফালি কাটা বিরল হাসি নিয়ে

হৃৎপিণ্ডের ধকধক যেন বাসবাদ্য ড্রাম ও করতালি

 

Tus senos (তোমার স্তনদুটি)

আন্দিজ পাহাড়ে বরফের উপর

সাদা আলোর সাথী

এভেলিনাকে বলেছিলাম

বৃষ্টি পড়লে ভেজা কাপড় গায়ে জড়িয়ে শিবমন্দিরে যাব

 

প্রাচীন কৃষ্ণ ভালবাসা

অরণ্যের প্রবীণ প্রেম

আমাকে কোন এক সূর্য নিঃশব্দে মুছে দিয়েছে

এক লহমায়

 

সূক্ষ্মতার জঙ্গল

আরো উন্নতি ঘটাতে ভিত্তি করে নেয়

বাতাসের নখর -

 

সমুদ্র বিকেলের রক্তবেগনী

ক্রেপ রুটিতে কিছু সময় থেকে যাও

ও আমার নরক

 

চাসুতা নগরের কোকো

মোয়োবাম্বা শহরের কাজু

রামে মেশানো সুগন্ধী লেবুরস

 

অর্কিডের মৌমাছির মত একটি কবিতা

উজ্জ্বল কালচে সবুজ

ফুলের মাঝে দমবন্ধ

 

তারপর সে পালিয়ে যায় ডানা মেলে

যতক্ষণে পাখাদুটি শুকায় তার আগে নয়

চাইলে আপনারা সবাই ভালবাসাকে ডাকুন।

 

versos libres Por (মুক্ত গদ্যেরা)

ইকেবানা

ফুল ফুল অনেক ফুল

হেক্টর লাভোয়ে

কোরিম্বো ফুলের

গুচ্ছ

চন্দ্রাতপের

উচ্চচূড়া

পূর্ণ গঠিত চেরিফুল যেন আনন্দের বুদ্ধ স্বয়ং

 

নীরব ঐকতানের খন্ড খন্ড শব্দে পতিত

অনন্তের এককেরা বুকে ঝলমল করে

অন্য যা কিছু ফুলের সৌরমণ্ডলে ঘোলাটে বস্তুর

পাপড়ি

 

আউসাঙ্গাতে পর্বত শীর্ষের বরফ

শ্বেতবালুরাশি যেখানে ছোট্ট লাল কাঁকড়ারা লেখে হাইকু

অপসৃয়মাণ গ্রীষ্মের সুদৃশ্য পোশাকে থাকা লেবুরঙা ফুল

জ্যাজ সঙ্গীত জন্মস্থান সেই বেশ্যালয়ে ফুটে ওঠা জুঁইয়ের সুগন্ধ

কোস্তা ভের্দের সবুজ উপকূলের পাহাড় চুড়ার প্রিয় সরল ফুলগুলি

 

আগ্নেয়গিরির নিষ্ঠুর অট্টহাসি

মাটির অন্দরে গেঁথে থাকা শিকড়ের

ফুল

 

চন্দ্রালোকিত ফুলেল সমুদ্রতীরে জননী ইয়েমায়া নাচছেন রেগগায়ে নৃত্য

ঢেউ বিদায়

দানিয়ুব

ফলবতী ফুলরাতের স্নায়ু

ভিনাইলের উপরে সুস্থিত নশ্বর ফুল টেপ রেকর্ডারের তীক্ষ্ণ পিন শলাকা

অত্যাশ্চর্য জলরঙা অর্কিড উলতিমো ভাসিও গানটির লিংক

প্রতীক্ষারত কোলাহলপ্রবণ শ্বেত ক্রিসানথিমাম কুসুমে লব্ধ ভাসমান ধ্বংসের টুকরো

নরক সমুদ্র যেখানে নিজেই নামকরণ করে নিজের

বিসদৃশভাবে সজ্জিত গান ফুল

উয়াচুমেরা ক্যাকটাস

লকগেট অগ্নিদেয়াল বাজকাঠি

হিমবাহের বীণা

শক্ত মেঘে ভরা ভোরের ডিজিটাল আকাশ

স্বাগতম ওয়াইনের উজ্জ্বল ফুল

ধংসদেবতা আব্বাডনের ডানা ঝাপটানি

নাক্স দ্বীপে ভাঙা বীণে বেড়ে ওঠা অ্যাসফল্ড ফুল

উইলিয়ামের স্মৃতির লিলিফুলে থাকা জাফরানি কলচিকাম

নর্তকের টুপির উপরকার গুল্ম

মরুভূমির সরল ফুল সংলগ্ন স্মৃতিকাতরতা মাখা বিগত দৃষ্টিপাত

 

সিস্টেমের অবসৃত আগুন

আরোহ সঙ্গীত লেখে নিখুঁত নির্জন অন্তর্দৃষ্টি

সৈনিকের দৃষ্টি যে উষ্ণ চকোলেটের আকাঙ্ক্ষার স্বপ্ন থেকে ফিরে আসে

আগ্নেয়গিরির গ্যাসে গেঁথে থাকা ভাষা

গোখরোর প্রত্যাহার করে নেয়া জিভ ও

থাবা ফুলের মত সম্পূর্ণ রাত জুড়ে ভ্রাম্যমান যেন প্রত্যাবর্তনহীন যাত্রাবিশেষ

স্তনবৃন্ত ফুল

বর্তমানের উপত্যকায় উপস্থিত পোষমানা যূথ

 

ঢোলবাদকের ছপটি

গোটা দলের উষ্মা

নির্বাণ ফুল

তুষার কুমারীর ছাপ আঁকা সেই ঋতুকাল

উদ্ধত পাহাড়ের গায়ে আমি ও আমার সুজন বন্ধু ছিলাম বরফের মাঝখানে  ফুলের মত

নিস্তব্ধতা একটি ফুল

 

এন্ডোরফিন হরমোন মূল্যের অর্কেস্ট্রা

স্ফটিকের দল

স্থানীয় মাছ চালানের নৌকো

সমুদ্রের উপরে থাকা

স্ফুলিঙ্গ

 

নিশ্চল নৃত্য ও প্রকৃত কৃত্রিম রকেটবাজীর সঙ্গীত

ঈশ্বরের মগজ খচিত যৌথগান বৃক্ষশাখা

প্রোটনকণার গতিপথে থাকা ফুল

ফুলগুলি

পেরুর অরণ্যের কোন স্কুলের শিশুরা খেলা করে উঠানে

ফুলগুলি

পাচা বৃক্ষের ত্বকে অপস্রিয়মাণ ট্যাটুর মত হাইড্রোগ্রাফিক অববাহিকা

ফুলগুলি

দ্বীপপুঞ্জ

ফুলগুলি

কুজকো পর্বতশৃঙ্গ থেকে বৃন্দাবন অবধি

 

বেদনা থেকে

শিখেছি ইকেবানার নিরুচ্চার কলা

এবং এও শিখেছি

যে যদি তুমি নদীর মহাবৈশ্বিক হৃদয়ের ফিতের সাথে নিজেকে জুড়ে দাও

ডুবসাঁতারে চরতে পারো মুক্ত হয়ে

গোটা সময় জুড়ে তোমার আকাঙ্ক্ষা হতে পারে সঙ্গীত

 

বৃক্ষ হাসে এবং সুরেলা শিস দেয় পাখিরা যাতে ছড়িয়ে পরে দিগ্বিদিক

তোমার ক্ষুধার্ত শহরের বুকে

আমরা যদি আরো গাঢ় মনোযোগে জানতে পারি

ফুলেদের

কিন্তু এতখানি ব্যস্ত থাকি আমরা!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন