কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / দশম সংখ্যা / ১৩৭

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / দশম সংখ্যা / ১৩৭

বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

জয়া ঘটক

 

কবিতার কালিমাটি ১১৬


বুদ্ধিজীবি

বিধ্বস্ত করতে পারতো কিন্তু করেনি ...কেননা প্রতিবাদ হয়নি। প্রতিবাদ করলেই বিধ্বস্ত সড়ককে গুড়িয়ে দেওয়া হবে। যে হাত মাংস ঘাঁটতে অভ্যস্ত সে দেবে আজ আমাদের প্রশংসাপত্র? অশ্রাব্য তবুও সত্য আমরাই বহন করি কদর্য গর্ভস্রাবকে। এখানে মানুষের ঘ্রাণ নয় মৃত্যুর গন্ধ ফিরে ফিরে আসে।

 

স্বাক্ষর

জীবন-মৃত্যুর মাঝখানে শুধু মাত্র একটা হাইফেনের সফরনামা! কেউ জানে না কখন আসবে অমোঘ সেই হুকুমনামা!

 

নীরবতা

যদি

আমিও নীরব, তুমিও নীরব।

তবে

মাসুল গুনবে এই সময়।

 

মানবতাবাদ দিচ্ছে দোহাই

বেয়নেট যেন হয় লালগোলাপ।

সৈন্যদের ঘরে শোনা যায় হায় হায়!

লাশে লাশে সব ছয়লাপ।

 

যুদ্ধ নয় শুধু মুখের কথা

লাখ লাখ কাটবে মাথা।

 

তবুও চাই সঠিক জবাব

শত্রু যেন হয় নিপাত।

 

হতেই হবে সবাইকে সরব।

তবেই শয়তানরা হবেই নীরব।


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন