কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

কাজল সেন

1 কমেন্টস্:

  1. সুবণা নদীর তীরে , আগোছালো ঝোপঝাড়,
    পড়ে আছে অনাদরে,
    তারি মাঝে এক টুকরো
    সবুজ চাদরে,
    ঢাকা পড়ে আছে পরম সমাদরে,
    রাজ পথের পাশে, ।

    উত্তরমুছুন