দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬
সুবণা নদীর তীরে , আগোছালো ঝোপঝাড়, পড়ে আছে অনাদরে,তারি মাঝে এক টুকরো সবুজ চাদরে,ঢাকা পড়ে আছে পরম সমাদরে,রাজ পথের পাশে, ।
সুবণা নদীর তীরে , আগোছালো ঝোপঝাড়,
উত্তরমুছুনপড়ে আছে অনাদরে,
তারি মাঝে এক টুকরো
সবুজ চাদরে,
ঢাকা পড়ে আছে পরম সমাদরে,
রাজ পথের পাশে, ।