কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

নীতা বিশ্বাস

 

কবিতার কালিমাটি ১১৫


ভালো নেই মন

 

(১)

 

বলতে পারলাম না

কোনো কথাই কাহিনি হলো না।

 

মনের কাছে আর কিছু চাইতে পারি না আজকাল

                      স্নেহপ্রলেপ ছাড়া

দিনের গুনগুনানিতে গান নেই, শ্বাসকষ্ট।

অনন্তের লিপিপাঠের বিস্ময় ভুলে গেছে জানালা

 

বিষাদ

তুমি এভাবে চোখতুলে তাকালে

আমি পৃথিবী থেকে নির্বাসন খুঁজি, মৃত্যু ডাকি…

 

(২)

 

অকালের ঝঞ্ঝা…

এভাবেই তো লেখা হয়ে যায়

   আকালনামার নোনতালিপি।

ঝঞ্ঝা পেরোনোর ইতিকথায়

পরিত্রাণপরায়নার ভূমিকায় বসে থাকে

           বিরাট একটা একচোখোমি   

প্রকৃত আকালিদের কাছে

ত্রাণ একটি পাঁকাল মাছ।

 

আজ তোমার কত বছরের জন্মদিন-সমারোহ ভারতবর্ষ?

সমারোহ বাড়ে

ক্রমশ খাটো হতে হতে অদৃশ্য হয়ে যায় প্রেম

জল ঘোলা হতে হতে পঙ্কময় হয়ে ওঠে

ভারতবর্ষের উঠোন…

 

(৩)

 

ডাকছি

এলে না।

এলে

ডাকেনি যে একবারও

তারই গলা জড়িয়ে ধরে খেলা দেখাও

এ তোমার কেমন দিল্লাগী!

দিলে ঘা দিয়ে জখমনামা লেখা!

 

সমুদ্রই তো!

পেরিয়ে এলাম তিনভাগ

লবণে লবণে পা এলিয়ে গেল

হা-ক্লান্ত সাঁতারের হাত

 

এবার তো এসো!

 

ডাকতাম না

নিচু হতাম না তোমার কাছে

যদি ‘ইউথেনসিয়া’

শুধুই আইনের মারপ্যাঁচ আর

নিষ্ফল তামাশার কচকচি না হতো…                          

 

  

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন