কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

হামিদুল ইসলাম

 

কবিতার কালিমাটি ১১১


ছবি

 

এখনো একমুঠো ভাত

একপ্রস্থ কাপড়

আর একমুঠো রোদের জন‍্যে আমাদের যুদ্ধ দিনরাত

 

অন্ধকার নামছে পৃথিবীতে

এই নিকষ অন্ধকারকে মুছে দেবার জন্য

এখনো আমাদের যুদ্ধ

 

ছায়াযুদ্ধে আমরা নেমেছি সবাই

যুদ্ধ চলছে, কাফন উড়ছে

এ যুদ্ধে তাই মৃত‍্যু অনিবার্য

 

রাষ্ট্রশক্তি যাদের হাতে তাদের দুচোখে

রোদচশমা, রঙচশমা

তাদের আঙুলে কখনো পায়রা কখনো ঘুমন্ত পাহাড়

 

আগুন জ্বলছে সারা বাড়ি

এসো আগুনে গা ঢাকি

জ্বলুক পুড়ুক ভাতের রাজ‍্য

বাসি ভাতে মৃত‍্যু আঁকছি প্রতিদিন   

 

কথা

 

অনন্ত প্রেম ভেসে আসছে নদীর জলে

বিনম্র তৃষায় ভরে উঠছে হৃদয়

দুহাত বাড়িয়ে দিই

জলে ভাসে মৃত শুকতারা   

 

শীতের চাদরে মৃত‍্যু ওড়াই

কবিতার লাশে লেগে থাকে

জন্মদিন উৎসব 

 

ছায়া ছায়া পথ পেরিয়ে যাই

ধূ ধূ কথার নীচে ছায়ারা ঘুমোয়

অসহ‍্য ক্ষিধের আঁচড় এখনো সারা পৃথিবীময় 

 

তবু ভুখাপেটা ছায়াদের কথা মেপে রাখি শিশির জড়ানো সন্ধ‍্যায়  

 

অসহায়

                         

ইচ্ছেপুতুল সাজিয়ে রাখি রোজ

খেলাঘর ভরে ওঠে শিশির পার্বণে

ঘাসের ডগায় শিউলি ঝরার সুবাস এক বুক আঁধারে

 

দরজায় টোকা দিচ্ছে কে

ছায়া ছায়া অন্ধকার

সারারাত শীতের চাদর আগলে রাখি

চেনা ডাকনামে

 

কত খুঁজেছি তোমায় বন্ধু আমার

কতদিন হয় না তবু দেখা

মনের দেউলে হারিয়ে গেছে কুমারী চাঁদ

প্রাচীন স্বপ্নগুলো আজও সাজিয়ে রাখি অশরীরী মায়ায়

 

খাটের বাজুতে রাত

নোঙর করি জীবন

স্মৃতিগুলো ফিরে আসে বুক বরাবর

 

আমি কত অসহায়, কত অসহায়

তুমি জানো না, জানো না নিশ্চয়  

 

বেআব্রু সহবাস

 

শেষের কথাগুলো মনে নেই

বাকি কথায় ঝড়ের পূর্বাভাস

ডুবে যাচ্ছে নৌকো

ডুবে যাচ্ছে প্রাণ

তবু আমাদের সম্পর্কের মাঝে অথৈ শূন‍্যতা  

 

জলে ডুবছি উঠছি

ডুবুরি হচ্ছি প্রতিদিন

ছায়াডোবা স্বপ্নগুলো কুড়োবার চেষ্টা করছি

পারছি না কিছুতেই

তাই তোমার জন্য এখনো জলে গা খুলে বসে আছি 

 

মমিরা ভেসে আসছে জলে

আমাকে ডাকছে

সঙ্গী হতে বলছে

আমি কিছুতেই পারি না এ ঘাট ছেড়ে যেতে

এ ঘাটে পোঁতা আছে তোমার নাড়ী

আমাদের বেআব্রু সহবাস  


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন