কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

শুভঙ্কর চক্রবর্তী

 

তরণী

তরণী প্রস্তুত প্রায়

একক যাত্রার প্রাক্কালে
সমাপন বিধৌত
লবণাক্ত জলে
এই লগ্নে
কেন প্রশ্নাবলী
অর্বাচীন হাওয়ায় উড়ালে

তোমার আরম্ভ কি
প্রকৃত সম্ভব কোনদিন



 

 









আচ্ছন্ন

অদেখার আড়ালে উদয়

কিছু আচ্ছন্নতা স্মৃতি
সরণীর মুহূর্তে গ্রথিত
আর ফিরবে কি সেই
পাকদণ্ডীগুলি বেয়ে

যেখানে ঘনায়মান সারাদিন
ছায়া আলো অবিচ্ছিন্ন সহোদর
যেখানে তোমার প্রতিবেশীসম
ভিজে গাছপালা মৃদুভাষে
ইঙ্গিতময়
 


 








পাহাড়তলি

বিষম পাহাড়দেশ

সমধিক আশ্চর্য আলো
সময় সংক্ষেপে
 
প্রায় সংগতিহীন ছিল ছুঁয়ে ফেরা

সমূহ পদচারণা ব্যর্থ আমার
তবু আজ এই মর্মে

আমরা হাঁটিনি সে প্রান্তরে

 

                                              -

 

1 কমেন্টস্: