গোধূলি
এই এইখানে বিদেশী আলোয় ভল্ল কাঁপছে
                                     বিদায়ের
ধ্বনি
জাগরুক হয়ে আকাশে ছড়ালো
প্রণয় ঘনালো প্রণয় ঘনালো  
                            এমনই বিকেলে।
ফাঁপা মার্চের বিকেলের আগে এইসব
লেখা মনেও ছিল না
মনেও ছিল না এইসব লেখা প্রণয়ের আগে
ফাঁপা মার্চের বাতাসে বাতাসে   
শিরোনামহীন  লেখা -১
প্রেম নয়, আবার অপ্রেমও  নয়
হয়তো বা অতিকায় নিঃসম্পর্ক
আত্মতৃপ্ত অজগর রক্তের ভিতরে শুয়ে আছে
দিন যায় আমাদের, শীতের ভিতর দিয়ে  
 শিরোনামহীন  লেখা - ২
গ্রন্থের প্রকৃত কাছে আসা আর
হয় না কখনো, নিবিড় প্রেমিক যারা
প্রতিবাদী যারা ছিল ইতিহাসে
নীল মিশরের দেশে, কিংবা ধরো
গাঙ্গেয় উপত্যকায়, উজ্জ্বল তারার মতো
স্পর্ধায় বেঁচে থাকতে চেয়ে
মৃতের ফলকগুলি ক্রমে
গ্রন্থের গভীরে ডুবে যায় 

গোধূলি আগে পড়েছি। সম্পর্ক নিয়ে লেখা কবিতা ফিরে পড়ার মতো।
উত্তরমুছুন