কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

ইন্দ্রাণী দত্ত পান্না

 

কবিতার কালিমাটি ১১১


ভ্রম

 

জলের শর্তগুলো আপাত সরল

মৃত্যুর অনিবার্যতাকে

ছাপিয়েও গান শোনা যায়, বলে ফেলা যায় অপ্রেম আসলে একটা ধারণা মাত্র কিন্তু জলকে কিছু বোঝাতে যেও না।

প্রতিটি তৃণ গুল্ম লতা বৃক্ষকে

ধন্যবাদ জ্ঞাপন করতে করতে এই যে এলাম আর দেখলাম কিন্তু জয় করা হল না তার জন্য জলের সহজ শর্তগুলোর আপাত সারল্য ভুলিয়ে দিয়েছিল

জল আসলে তলায় তলায় ওৎ পেতে থাকা শ্বাসরোধকারী।

 

শান্তি

 

প্রত্নযুগের কিছু দাগ স্বভাবে রয়ে গেছে, এখনো স্বপ্ন আসে

খনন করতে করতে বেলা ঢলে পড়ে, রাত নামে।

এখানে রাত হলে কারা যে জলসা করে আর হো হো চিৎকার?

একটাই দৃশ্য আমার ঘুমে বারবার আসে আমি গুহার গায়ে আঁকছি এক শিকার খেলা।

গুহা মুখে বসে এক তরুণ শিকারি পাথরে পাথর

ঘষে ফলা তৈরিতে ব্যস্ত...

আমাদের নগ্নতাকে স্পর্শ করতে পারছে না কোনও সভ্যতার হাত।

আমাদের শীতবোধ পশুচর্মে ঢাকা, আমাদের তেতেপুড়ে ওঠা ধুয়ে দিচ্ছে ঝর্ণার জল।

 

আর্তি

 

সুখাসনে বসি

গম্ভীর মন্ত্র উচ্চারণ করব বলে

তোমার নামই শুধু বলে যায় কন্ঠ ওষ্ঠ মূর্ধা তালু।

চোখ বুজলে দেখা যায় একা দাঁড়িয়ে থাকা গাছটি আসলে ধ্যানমগ্ন ভালবাসা আত্মানুসন্ধানে রত

আমার গাছটির সাথে সম্পর্ক করতে ইচ্ছে হয়।


1 কমেন্টস্: