কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

<<<< সম্পাদকীয় >>>>

 


কালিমাটি অনলাইন / ৯৫


 

পাশাপাশি দুই বাংলায়, ভারতের রাজ্য পশ্চিমবঙ্গে এবং প্রতিবেশী দেশ বাংলাদেশে, দুটি ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে, বাংলা সাহিত্যের সৃষ্টি প্রবাহে যে ঢল নামে, তাকে আমরা বিশেষিত করতে পারি বাংলাসাহিত্য উৎসব নামেও। বস্তুতপক্ষে হিন্দু বাঙালি সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দুর্গাপুজো এবং মুসলমান বাঙালি সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঈদকে উপলক্ষ্য করে বাঙালি জনমানসে,  ধর্মীয় যাবতীয় রীতি-নীতি, প্রথা-বিশ্বাস ও সংস্কার তথা ঐতিহ্যকে যথাযথ বজায় রেখেও, এক স্বতন্ত্র চিন্তা-ভাবনা এবং সম্প্রীতির চেতনার সম্প্রসারণ ঘটে, যা সবাইকে বৃহত্তর মনুষ্যত্বের আলোকে উজ্জ্বল করে তোলে। আর মানুষ যখন  তার ক্ষুদ্র, সংকীর্ণ পরিধিকে অতিক্রম করতে পারে, তখনই তার সৃজনশীলতাও এক ভিন্ন রূপ ও মাত্রা অর্জন করে। মানুষ স্বভাবতই সংস্কৃতি ও শিল্পপ্রেমী। জীবন সৃষ্ট হওয়ার পর যখন থেকে সভ্যতার আলো প্রবেশ করেছে, তখন থেকেই শুরু হয়েছে তার সংস্কৃতিচর্চা ও শিল্পচর্চা। মানুষের সেই আদিম জীবনের সেইসব চর্চার অনেক নমুনাই আমরা আবিষ্কার করেছি ইতিমধ্যেই। তারপর ভাব বিনিময়ের সুবিধার জন্য যখন তারা ভাষা ব্যবহার শুরু করেছে, তখন থেকে সাহিত্য রচনার সূত্রপাত ঘটেছে। এবং এভাবেই ক্রমশ বিকশিত হয়েছে বিশ্বে বসবাসকারী মানুষের ব্যবহৃত অগণিত ভাষায় রচিত সাহিত্যসম্ভার। বাংলা সাহিত্যও তার ভাষা সৃষ্টির সময় থেকে ক্রম বিকশিত হয়ে আজ বিশ্বের দরবারে অন্যতম গুরুত্বপূর্ণ সাহিত্যের মর্যাদা লাভ করেছে।

অবশ্য ইদানীং বাংলাসাহিত্য উৎসব যে শুধুমাত্র এই দুটি ধর্মীয় উৎসবকে কেন্দ্র করেই আবর্তিত হয়, তা নয়। বরং ভারতের রাজ্য পশ্চিমবঙ্গে এবং প্রতিবেশী দেশ বাংলাদেশে জানুয়ারী ও ফেব্রুয়ারী মাসে যে বিশাল বইমেলা আয়োজিত হয় প্রতি বছর, তাও বাংলাসাহিত্যের আরও বড় এক উৎসব। পশ্চিমবঙ্গের কলকাতায় যে আন্তর্জাতিক বইমেলার আয়োজন হয়, তাতে স্বাভাবিক কারণেই বিশ্বের বিভিন্ন ভাষার সাহিত্য সম্মিলিত হলেও মূলত বাংলাসাহিত্যই প্রাধান্য পায়। আবার মহান ভাষাশহীদ দিবস একুশে ফেব্রুয়ারীকে স্মরণ করে বাংলাদেশে ঢাকায় যে একমাসব্যপী বইমেলার আয়োজন করা হয়, তা বাংলাভাষা সাহিত্যেরই মেলা বা উৎসব।

কোনো কিছু একটা উপলক্ষ্য করে মেলায় মানুষ মিলিত হয়। উৎসবে মানুষ সম্মিলিত হয়। প্রতিদিনের সাংসারিক, পারিবারিক, সামাজিক সব রকমের একঘেয়েমি, ক্লান্তি, হতাশা, ক্ষুদ্রতা, নীচতা, অসহায়তাকে দূরে সরিয়ে রেখে তাদের এই মিলন। এবং এই মিলনের ফলশ্রুতিতে একদিকে যেমন বিনিময় হয় মনের ভাবনা, অন্যদিকে তেমনি বিনিময় ঘটে শিল্প ও সংস্কৃতির।

বিগত দু’বছর ধরে মহামারীর কারণে আমরা অবশ্য বঞ্চিত হয়েছি এই মিলনমেলায় অংশগ্রহণ করতে। কোনো উৎসবেই আগের মতো সমবেত হতে পারিনি। কিন্তু শারীরিকভাবে সম্ভব না হলেও আমরা মানসিকভাবে সবাই সেইসব উৎসবে সমবেত হয়েছি। যে মেলা বা উৎসব আয়োজন করা সম্ভব হয়নি পরিস্থিতির কারণে, আমরা স্মৃতিচারণায় সেই স্বাদও আস্বাদন করেছি।

‘কালিমাটি অনলাইন’ ব্লগজিনের উৎসব সংখ্যা প্রকাশিত হলো শারদ উৎসবের দিনগুলি অতিক্রম করে। যদিও উৎসবের রেশ থেকেই যায় সবার মনে। আর শারদ শুভেচ্ছা ও শ্রদ্ধা তো জানানোই যেতে পারে শরৎকালের অব্যবহিত পরেও।

 

আমাদের সঙ্গে যোগাযোগের ই-মেল ঠিকানা :

kajalsen1952@gmail.com / kalimationline100@gmail.com

দূরভাষ যোগাযোগ : 9835544675

অথবা সরাসরি ডাকযোগে যোগাযোগ :Kajal Sen, Flat 301, Phase 2, Parvati Condominium, 50 Pramathanagar Main Road, Pramathanagar, Jamshedpur 831002, Jharkhand, India.

 

 

 

 


3 কমেন্টস্: