কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বুধবার, ১৪ জুলাই, ২০২১

লক্ষ্মীকান্ত মণ্ডল

 

কবিতার কালিমাটি ১০৮



আবহ

বৃষ্টি ছুঁয়েছে বৃক্ষ পায়ে, তার চারদিকে অসম্ভব অস্তিত্বের গন্ধ; জীর্ণ থেকে অববাহিকায় সবুজ উল্কি : একটি সুদূর আলোকরেখার দিকে তাকিয়ে দলছুট ভেজা বকটির পালক খসে পড়ে মাটিতে – বাতাসে মিশে যায় ঋতুকাল, কোনো গ্রন্থন নেই – সন্নিকটে অক্লান্ত রাস্তা – ঘন মেঘ গলে নেমে আসে অবিরল নরম স্নিগ্ধায় 

অনন্ত প্রশ্নের অনুষঙ্গ খুঁজতে থাকে সূর্যোদয় ও সূর্যাস্ত

 

 ইশারা

মাটির ইশারা থেকেই যত ছায়া, আন্দোলিত ভিজে হাওয়ায় অহং ছিল অনিবার্য  – সে নিঃশব্দে হাসে কথা বলে দুঃখ পায় – চাঁদের শস্য নিয়ে আশ্রয় নেয় রঙের প্যালেট : নদীর এ পারে নুয়ে পড়া পুরুষটির হাতে শুকনো ফুলের পাঁপড়ি তৎসম হয়ে ওঠে, ফুটতে থাকে  দূর্বা ধান বিভাষ – রিমঝিম শব্দের কাঁপনেরা পরিধি বাড়াতে বাড়াতে বৃত্ত হয়ে যায়

ছেদহীন পদ্ম আঁকতে আঁকতে জলে ভাসে মুক্তির মাধুকরী

 

অবয়ব

দূরত্ব বেড়ে যাচ্ছে নাভি থেকেও, যেভাবে নৌকা ভেসে যায় ইথারে – কপালের ভাঁজ ছুঁয়েই পিছলে যায় বাষ্পধূসর শূন্যের দিকে – কমে আসে চিন্ময় সুঘ্রাণ – স্পেস বুকে বাজে জলীয় যাপন : আঙুলের ডগায় সোঁদা মাটির দাগ – বহুদূর থেকে দেখা নদীর পাড়ে শ্মশানের ছায়াপথ, বিজারিত হতে হতে আগুন শুষে নিই অজানা অমায়  

মায়ার নিশ্বাস থেকে অভিযোগহীন সমস্ত বৃষ্টিতে ভিজতে থাকে শ্বেতচন্দন

 


2 কমেন্টস্: