কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বুধবার, ১৪ জুলাই, ২০২১

শাহনাজ নাসরীন

 

কালিমাটির ঝুরোগল্প ৯৮



শিকারের স্মৃতি


আকাশে মেঘ জমলেই তোমার শিকারের ঝোঁক হয়।  সাজ সাজ রব ওঠে। ছাগল কেনা, নৌকা ভাড়া করা, মাঁচা বানানো, কত কী!

গুলিগুলো মালার মতো সাজিয়ে তুমি জীপে ওঠ। মিসেস প্যাকলেটাইড-এর মতো  বানানো শিকারি নও তুমি। সানগ্লাস আর সাফারি পরিহিত নিখুঁত তোমাকে দেখে মনে পড়ে সুদূর অতীতের সঠিক শিকারির কথা।

বের হবার মুখে দই-চিনির বদলে লেবুপানি চাও। লেবুপানি নাকি তোমার সৌভাগ্যসূচক। অথচ, ফ্রিজে লেবু ছিল না। ক’দিন আকাশ মেঘলা বলে সরবতের দরকার পড়েনি। শিকারের কথা ভুলে যাওয়ায় তোমার রাগ হলো। অবশ্য বরাবর  তাই হয়। অতঃপর মহান হয়ে ক্ষমা করে দাও বলেই হয়তো এইসব ভুলভাল  আমার থেকেই গেল।

তুমি টোপ সাজিয়ে বক ধার্মিকের মতো পরম সহিষ্ণুতায় অপেক্ষা করো। নিখুঁত পড়তে পারো হরিণ ও বাঘের মন। আমি তাকিয়ে দেখি তোমার নিভাঁজ পিঠের ওপারে চাঁদ ও নদীর সঙ্গম। মেঘ জমলে ঘাসেরাও কেমন জেগে ওঠে আর দল মেলে দেয় বৃষ্টি-বন্দনায়। পাখিরা মাতে নিবিড় মৈথুনে। মাছেরা পানি ছেড়ে লাফিয়ে  ওঠে। এগুলো দেখি আমি, কিন্তু তোমাকে দেখাই না। যদি শিকারে ব্যাঘাত ঘটে, হন্তারক হয়ে ওঠো যদি!

শিকার শেষে ঝকঝকে নিটোল ধাতব শরীরের গুলির খোসাগুলো স্তাবকেরা কুড়িয়ে নেয় শিকারের স্মৃতি ধরে রাখবে বলে।  হাসতে হাসতে আমি বলি, ভিন্ন ডিজাইনের অলঙ্কার হতে পারে। শিকারের গরিমা কণ্ঠে ঝুলবে বেশ।


 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন