কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বুধবার, ১৪ জুলাই, ২০২১

অভিজিৎ দাসকর্মকার

 

কবিতার কালিমাটি ১০৮



যদিও, বাংলা ক্রিয়াপদগুলো হিন্দি জানে না

 

(করোনাকালে সামাজিক দূরত্ব বজায় রাখার সময় ঘরবন্দীদশার ছাল ছাড়ানো  মন খারাপের ৬টি দিনের ৬টি লাইন)

 

[কোয়ারেন্টাইন_২১শে মার্চ]

 

আমাদের ডাউটফুল চরিত্রে অসম্ভব শারীরিক বদমাশি

 

[কোয়ারেন্টাইন_২৩শে মার্চ]

 

সমস্ত মঙ্গলবারে

দই

দরবেশ

কাঁটাচামচ

অবতল প্রবাসী

 

[কোয়ারেন্টাইন_২৫শে মার্চ]

 

নিরপেক্ষ ভিটামিন উদ্ভিদ থেকে যোগফল করা গৃহকোণে ঠেস দিয়ে দাঁড়িয়ে।        

এবার পিথাগোরাস আর প্রতিবিম্ব গাণিতিক ভাব বিনিময় করছে অগাধ সংক্রমণ।

এখন যদিও

পাউরুটি নিয়ে পাকস্থলীর রূপভেদ গুপ্তবীজী, তার সাথে

বাংলা ক্রিয়াপদগুলো হিন্দি জানে না

 

[কোয়ারেন্টাইন_২৭শে মার্চ]

 

জেব্রাক্রসিং, পাশ কাটিয়ে ঠোঁটের কোণে আসে মড়ক আর সংক্রান্তি।

ভোরের অজস্র কথারা গ্রাভিটির আড়ালে, হাইরোডে মর্নিং ওয়াকে জড়িত,

এই কবিকে ঝাঁকাতে ঝাঁকাতে সূত্রগুলিকে টপকে দশমিক ভগ্নাংশ লিখেছি

 

[কোয়ারেন্টাইন_৬ই এপ্রিল]

 

ইতিউতি তীব্রতা আর তীক্ষ্ণতা লোমকূপে পসরা সাজিয়েছে, আর আমার ভোকাল কর্ডের উপর নির্ভরশীল শব্দগুলোর ধ্বণি নেই

খবরের কাগজে সাক্ষরতা নেই।

সূত্র অনুযায়ী গণিতের সমাধান নেই।

 

[কোয়ারেন্টাইন_১০ই এপ্রিল]

 

এমনকি একটা সেকেন্ডহ্যান্ড গুড ফ্রাইডে নেই

প্রতি শনিবার বাথরুমে গা ধোয়ার পর হালকা আলো নেভানো ট্যাঁশ নেই এবং

প্রথম ইন্দ্রিয়ের পিছনে কোন ব্যাকআপ নেই, অথচ

 

বিবর্তনের কোঁচড় ধরে অধরা রাতগুলো হাঙরি হয়ে চলেছে

শুধু খিদে আর ক্ষুধা এবং ধাওয়া করছে অনন্ত স্যাড-সঙস্

 

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন