কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

তথাগত চট্টোপাধ্যায়

 

কালিমাটির ঝুরোগল্প ৯০


বিপরীতার্থক


লোকটার পরনে খাটো পায়জামার সাথে ঢলঢলে সাদা ফতুয়া। অনেকদিনের ময়লা জমে তা সামান্য ধূসর রঙের চেহারা নিয়েছে। গালে অবিন্যস্ত সাদাটে দাড়ি।

সে যে এত কম টাকায় টোটো গাড়িতে করে বিষ্ণুপুরের সব মন্দির আর দ্রষ্টব্য স্থানগুলো ঘুরিয়ে দেবে, এমনটা বলতে গেলে অপ্রত্যাশিতই ছিল ভৌমিক  পরিবারের কাছে। সবাই বেজায় খুশি।

বেড়ানোর মাঝে লাঞ্চ টাইমে ঝকঝকে হোটেলে খেতে এল সবাই। টোটোচালকের জন্যও বরাদ্দ হল একটি টেবিল। তবে সে বাহুল্যবর্জিত সামান্য নিরামিষ আহার করায় ভৌমিক পরিবারের সকলেই বিস্মিত।

ফেরার পথে বিষ্ণুপুর রেল ষ্টেশনে পেমেন্ট দেবার সময় বাকিটা জানা গেল তার কাছ থেকে, স্ত্রী মারা যাবার পর থেকে সাদা পোশাক আর নিরামিষ আহারেই  অভ্যস্ত সে।


3 কমেন্টস্: