কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

নীপবীথি ভৌমিক

 

কবিতার কালিমাটি ১০৬


উপহার

 

নিজেকে ভালোবাসতে হলে খুঁড়ে ফেলতে হয় পোড়ামাটি, মৃতের অভিনয়

 

শব্দকে জাগিয়ে রাখতে হয়

নৈঃশব্দের প্রাচীন গহ্বরে, যেভাবে মৃত্যুকে

ভালোবেসেছি অধিকারের দাবী নিয়ে!

 

নিজেকে ভালোবাসতে হলে

জল-মাটি, পোড়া বাতাস, সবাইকে

ধারণ করতে হয় নিজস্ব স্নান সেরে।

 

ভুল

                                                                                           

হয়ত শূন্যতাই শেষ কথা!

ক্ষয়ে যাওয়া অক্ষর নামে যেমন শব্দের খাতায়

 

এই যে, দুহাতে উড়িয়ে দিচ্ছি ক্রমশ জীবন

নিভে যাচ্ছে ধীরে ধীরে অঙ্গার আর অন্ধকারের মধ্যবর্তী আলো

 

এসব কথা লিখেই রেখে দেওয়া যায় শুধু

কবিতা নামক মিথ্যে জীবন খাতায়।

 

সময়

 

অন্ধকার নেমে আসে প্রাচীরের গায়ে

কেঁদে ওঠে ডানা ‌ভাঙা মৃত পাখির পালক

 

গান বাঁধা পড়ে দূরাগত কোন এক জানলায়

ভেসে আসে বিসমিল্লার আলাপ-লয়...

 

বসে থাকি অপলক চোখে

‌যে দেশে মেঘ নেই, বাতাস নেই

হাওয়ারা উড়ে যায় কেবল অনিশ্চিত পথে...

 

প্রাচীন কোন কিছুই না।

আঁধার আর আলো ছাড়া বাকিটুকু দীর্ঘ উপন্যাস।


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন