কালিমাটি অনলাইন / ৮৪
করোনা ভাইরাসের করাল গ্রাস থেকে যদিও এখনও পর্যন্ত মুক্তি
পায়নি বিশ্বপ্রকৃতি, কিন্তু যত দিন অতিবাহিত হচ্ছে, লক্ষ্য করা যাচ্ছে, বিশ্বে বসবাসকারী মানুষের মন থেকে ক্রমশ ভয়মুক্তি ঘটছে।
কিছুদিন আগে পর্যন্ত যে আশঙ্কা এবং আতঙ্ক মানুষের শরীর ও মনকে সন্ত্রস্ত করে রেখেছিল,
এখন সেই আশঙ্কা এবং আতঙ্কের দমবন্ধ পরিবেশ থেকে অনেকটাই যেন রেহাই মিলেছে। দীর্ঘদিন
মানুষ চিকিৎসকদের পরামর্শে এবং স্বাভাবিক বিচার ও বিবেচনায় স্বেচ্ছায় গৃহবন্দী হয়ে
থেকেছে। থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছে। যাপনের একঘেয়েমিতে অতিষ্ঠ হয়ে উঠেছে। তারপর
আস্তে আস্তে ঘরের বাইরে পা রেখেছে। স্বাভাবিক জীবনযাত্রায় প্রত্যাবর্তনের জন্য মন থেকে
ঝেড়ে ফেলতে চেয়েছে মনের আগলকে। আসলে মানুষ এখন এই ভয়ংকর বিপর্যয়ের মুখোমুখি হয়ে আগের
থেকে অনেক বেশি স্বাস্থ্যসচেতন হয়ে উঠেছে। হয়ে উঠেছে প্রকৃতি সম্পর্কে সচেতন। বেড়েছে
বিজ্ঞান সচেতনাও। যেমন, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেদের বাঁচাতে ‘মাস্ক’ ব্যবহারে
অভ্যস্ত হয়েছে, কিন্তু তাতে শুধুমাত্র করোনা ভাইরাসের সংক্রমণই নয়, অন্যান্য যে কোনো
বিষাক্ত ও প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ থেকেও নিজেদের রক্ষা করা সম্ভব। বারবার সাবান
দিয়ে হাত ধোয়া এবং ‘স্যানিটাইজার’ দিয়ে হাত পরিষ্কার করার ক্ষেত্রেও একই যুক্তি কাজ
করে। আবার একটা মানুষের থেকে আর একটা মানুষের মধ্যে কিছুটা দূরত্ব বজায় রাখা, যাকে
ইংরেজিতে ‘সোশ্যাল ডিস্ট্যান্স’ এবং বাংলায় ‘সামাজিক দূরত্ব’ বলে অভিহিত করা হচ্ছে,
(আমি অবশ্য ব্যক্তিগত ভাবনায় এই দুটি শব্দ-বন্ধকেই ভুল মনে করি, বরং ‘শারীরিক দূরত্ব’
ও ‘বডি ডিস্ট্যান্স’ শব্দ-বন্ধ দুটিকে সঠিক মনে করি), তাও একই কারণে। বিশেষত আমাদের
বিশ্বের সামগ্রীক আবহাওয়া দূষিত হতে হতে আজ এমন একটা পর্যায়ে উপনীত হয়েছে যে, আমরা
এখন যথার্থই বিষাক্ত পরিবেশের ভেতর বসবাস করতে বাধ্য হচ্ছি। এবং শুধুমাত্র আমরা মানুষেরাই
নই, বরং প্রকৃতিজাত সবকিছুই, প্রাণীজগৎ ও উদ্ভিদজগৎ, জল-হাওয়া-মাটির মধ্যে অনুপ্রবেশ
করেছে সেই বিষ। আর বলা বাহুল্য, বিশ্বকে দূষিত করার জন্য দায়ী এবং দোষী স্বয়ং মানুষই।
দীর্গদিন ধরে মানুষ প্রকৃতিকে যেভাবে নিগৃহীত ও বিষাক্ত করেছে, আজ যেন মনে হয়, প্রকৃতি
তারই প্রতিশোধ নেবার জন্য তৎপর হয়ে উঠেছে। মানুষ বিপর্যস্ত হচ্ছে প্রতিদিন প্রতি মুহূর্তে।
সংকট ঘনিয়ে আসছে মানুষের জীবনযাত্রায়, এবং তারই ধারাবাহিকতায় দেশ তথা রাষ্ট্রের অর্থনীতি,
রাজনীতি, সমাজনীতি, শিক্ষা, সংস্কৃতি সর্বত্র। বস্তুতপক্ষে, আমাদের কারও জানা নেই,
কবে আমরা এই দুর্বিষহ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারব!
নিজেরা সবাই ভালো থাকুন। সবাইকে ভালো রাখার জন্য সহযোগিতা
করুন।
আমাদের সঙ্গে যোগাযোগের ই-মেল ঠিকানা :
kajalsen1952@gmail.com
/ kalimationline100@gmail.com
দূরভাষ যোগাযোগ :
08789040217 / 09835544675
অথবা সরাসরি ডাকযোগে যোগাযোগ :
Kajal Sen, Flat 301,
Phase 2, Parvati Condominium, 50 Pramathanagar
Main Road, Pramathanagar, Jamshedpur 831002, Jharkhand, India.
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন