কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

গুলজার

 

প্রতিবেশী সাহিত্য


গুলজারের শায়রি       

(অনুবাদ : বাণী চক্রবর্তী 

 


পরিচিতি : তাঁর প্রকৃত নাম সম্পূরণ সিং কালরা। জন্ম ১৯৩৪ সালের ১৮ই  আগষ্ট বৃটিশ ভারতের অবিভক্ত পাঞ্জাবে। দেশভাগের পর মুম্বাইয়ে চলে  আসেন। জীবিকার জন্য নানা ধরনের কাজের মধ্যেই চলতে থাকে লেখালেখি, বইপড়া...  কলেজে ভর্তি হন। অতঃপর প্রগতি লেখক সংঘে যোগদান করেন এবং গুলজার নামে লিখতে থাকেন। ক্রমে তিনি কবি, গীতিকার, লেখক, চিত্রনাট্যকার ও চিত্রপরিচালক হিসেবে নিজের কৃতিত্ব প্রকাশ করেন। পদ্মভূষণ, দাদা সাহেব ফালকে, গ্র‍্যামী ইত্যাদি বহু পুরস্কারে ভূষিত হন। তার অনবদ্য শায়রি পড়লে মন ছুঁয়ে যায়।

 

(১)

 

কোনো হাওয়ার বেগ ছিলো--

যা এই দেয়ালে টাঙানো ছবিটাকে

তেরছা করে দিয়ে গেছে।

গত শ্রাবণেও এ দেয়াল শুকনো ছিলো 

না জানি কেন এবার সিক্ত হয়ে গেলো!

ভেজা দেয়ালে এমন ফাটল ধরেছে... যেন

মনে হচ্ছে শুকনো মুখে ভেজা অশ্রু বহমান!

এই বৃষ্টি কত গান গাইতো গুনগুনিয়ে

ছাদের মাথায়... কত বার্তা লিখে যেত

ঘরের কাচের জানালায়! এখন বন্ধ জানালার

পেছন থেকে দেখি... দুপুরে এমন লাগে

যেন বিনা মোহরে খালি সিন্দুক রাখা আছে।

না কেউ বাজি ধরার আছে, না কেউ চাল চালছে,

না দিন হয়, না রাত হয়, সব কিছু থেমে গেছে!

 

(২)

 

আজ একটু ভালোবাসা প্রকাশ

করব কি?

তুমি আমার, সবাইকে জানিয়ে

দেব কি?

তোমার হাত যে আমি নিজের

হাতে নিয়েছি...

আহা! নিজের জীবন দিয়ে

দেব কি?

আমার ঘর খুব শূন্য হয়ে আছে

তোমার একটা ছবি টাঙিয়ে

রাখবো কি?

তোমার কথা লিখতে লিখতে দিন

চলে গেছে...

এখন ভাবতে ভাবতে রাত

কাটিয়ে দেব কি?

তোমারই জন্য এ জীবন

উৎসর্গ করেছি

বলো তো ডাইরি দেখিয়ে

দেব কি?

 

(৩)

 

ওই যে একটুকরো  হাসি ছিলো, সেটাই

কোথাও হারিয়ে গেছে।

তাছাড়া বোধহয় আজও

আমি ভালো আছি!

 

(৪)

 

প্রত্যেকটা মানুষ লুকিয়ে থাকে

তার কথার পেছনে…  

তাকে বুঝতে হ'লে-

বলতে দাও!

 

(৫)  

 

ভরা বাজার থেকে

প্রায়ই খালি হাতে ফিরি।

কখনো কিছু কেনার

ইচ্ছে হয় না,

কখনো বা পয়সা থাকে না!

 

(৬) 

 

শব্দ দিয়েও

খাবার তৈরি হয়...

পরিবেশন করার আগে

একটু চেখে নিও!

 

(৭) 

 

কখনো বাস্তবে

তো এসো...

এখন আর স্বপ্নের সাক্ষাতে

মন ভরে না!

 

(৮)

 

বড়ো চুপচাপ লুকিয়ে

তাকে পাঠিয়েছিলাম

একগুচ্ছ গোলাপ!

কিন্তু সুঘ্রাণে

সারা শহর জানাজানি হয়ে গেল!

 

(৯)

 

আমি থেকে শুরু হয়ে তুমি পর্যন্ত...

আর তুমি থেকে শুরু হ'য়ে

আমরা পর্যন্ত সফরই তো ভালবাসা!

 

(১০)


শব্দেরও বিশেষ ভূমিকা থাকে

দূরত্ব বাড়ানোতে...

কখনো আমরা বুঝতে পারি না

কখনো বা বোঝাতে পারি না!

 

(১১)

 

সমস্ত কথারই

প্রমাণ দিতে হয়!

সত্যি ভরসার আজকাল

খুব খারাপ দিন চলছে।

 

(১২)

 

তুমিও কিছু শেখো

নিজের স্মৃতি থেকে

আজ পর্যন্ত সে যে

আমাকে একলা ছাড়েনি!

1 কমেন্টস্: