কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

নীলাব্জ চক্রবর্তী

 

কবিতার কালিমাটি ১০৬


 

অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটায় দুঃখিত

 

এই কবিতাটা

কিছুক্ষণ রোদে থাকতে থাকতে

কাছের মন্তব্যগুলি

দূরে

বসে বসে

হে আমি

কিছুতেই

ছায়ার সবটা মনে করতে পারি না

বারবার

কেন

যে তুমি

ক্রমাগত একটা দিবস দিন

দৃশ্য ভেঙে ফেলে

পুনঃসম্প্রচারিত হতে থাকে

ভাষাটির ঠাণ্ডা দেহ...

 

বিভ্রান্তি

 

হ্যালো বিভ্রান্তি

একটা স্বপ্ন বারবার লাল রঙের নীল

দূরত্ব একটা মাত্রা

বাঁদিকে

এ ওর আয়নায়

দেখতে পাচ্ছে স্নায়ু একটা রঙ

সিঁড়ি গুনছে এলোমেলো

পিছল

একদিন

আরমোরিকার কথায়

স্মৃতি কি একটা শহর তবে

ভেতরে ভেতরে যা বয়ে চলছে

আসলে

পরিভাষা শব্দটির যতদূর মোহ

ক্যামেরা একটা শিথিল অভ্যাস তো

 

ভুল সময়ে লেখা কবিতা

 

ভাষার পোশাক

কাঁপছে

নাভি

গভীর একটা হরফ হয়ে

কোনও রোদ

সংজ্ঞা

মানে

দেখতে দেখতে যা হারিয়ে যাচ্ছে

অপলক

একটা সামাজিক খুব দিন

কেন

ভুল সময়ে লেখা একটা কবিতায়

বারবার

উপমা নিয়ে ফিরে এলো...

 

 


2 কমেন্টস্:

  1. পাল্টে যাচ্ছে শব্দ। বিস্তৃত হচ্ছে পরিধি। যে কোন উপমা-ই মিশিয়ে দিচ্ছে অসামাজিক সামাজিক যাবতীয় ক্যামেরার ভাষার পোষাক।
    অভিনন্দন কবিকে।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. অনেক ধন্যবাদ আপনাকে। পাঠ ও মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানাই। আপনার পরিচয় জানতে পারলে আরো ভাল লাগত।

      মুছুন