কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

চিরশ্রী দেবনাথ

 

কালিমাটির ঝুরোগল্প ৯০


রাজার অদৃশ্য হাত

 

সুখেন স্যার ইতিহাস পড়ান। বহু বিচিত্র অভিজ্ঞতা হয় তার খাতা দেখতে গিয়ে।

খাতা দেখার সময় তিনি বেশ জোরে টিভিতে খবর চালিয়ে রাখেন। এতে সংসারের অন্যান্য আওয়াজ কম আসে, আর খবরে তিনি মন দেন না, শুধু ফাঁকা আওয়াজ গমগম করতে থাকে ঘরে। তখন তিনি খুব মন দিয়ে খাতা দেখতে পারেন। আজ মাঝে মাঝেই খবরে কান চলে যাচ্ছে। সেই রামজন্মভূমি বাবরি মসজিদ নিয়ে আকচাআকচি।

জোর করে মন সরিয়ে নিলেন। ক্লাস নাইনের ইতিহাস খাতা। ছেলেটিকে চেনেন তিনি, অতি সাধারণ মানের ছাত্র। পাশ করবে কি না সন্দেহ।

আরে এগুলো কি লিখেছে সে!

প্রশ্ন ছিল, মুঘল সম্রাট আকবরের শাসনকাল নিয়ে সংক্ষিপ্ত টীকা লেখ। ছেলেটি লিখেছে-

“আকবর একজন খুব ভালো রাজা ছিলেন। তিনি সব ধর্মকে একসঙ্গে মিশিয়ে নতুন একটি ধর্ম বানিয়েছিলেন, তাতে প্রত্যেকটি ধর্মের গুণ ছিল। সেই ধর্মটিকে  তিনি খুব সুন্দর কারুকার্যখচিত কাঠের বাক্সে ভরে একটি ঘরের মধ্যে যত্ন করে রাখতেন। বাইরে ছিল কড়া পাহাড়া। কিন্তু কেমন করে যেন একদিন এক চোর এসে বাক্সটিকে চুরি করে পালিয়ে গেলো। তারপর থেকে আকবর দুর্বল হয়ে পড়েন এবং সবাই তাঁকে তুচ্ছতাচ্ছিল্য করতে থাকে। তিনি মারা যান। তখন একজন সর্বজ্ঞানী লোক ভবিষ্যতবাণী করেন, এই অমূল্য বাক্সটি যে যে রাজারা উদ্ধার করে সুরক্ষিত রাখতে পারবেন, তাঁরাই সুখে শান্তিতে রাজ্য শাসন করতে পারবেন। মানুষে মানুষে ভালোবাসা থাকবে”।   

সুখেন স্যার কী মনে করে যেন, এই অতি সাধারণ মানের ছাত্রটিকে এরকম  একটি গাঁজাখুরি লেখার জন্যও পুরো নম্বর দিয়ে দিলেন।

 

 

 


1 কমেন্টস্: