কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

দেবাশিস মল্লিক

 

কবিতার কালিমাটি ১০৬


দুটি ট্রিওলেট

 

(এক)

 

ব্রাজিলের ডানাকাটা পরী দুঃসহ

নেমে আসে আমাদের ঘুমে জাগরণে

স্বপ্নের আবেশ কেটে জ্বলে ঐ দাহ

 

ব্রাজিলের ডানাকাটা পরী দুঃসহ

লোকনাথ বাবাকেই চাই বনে, রণে

সারারাত ছটফট বিছানা অসহ

 

ব্রাজিলের ডানাকাটা পরী দুঃসহ

নেমে আসে আমাদের ঘুমে জাগরণে

 

(দুই)

 

মেঘ ডেকেছে নীল আকাশে, মুখ ঢেকেছে কই?

অশেষ হল সেই ছবিটি শুধুই কি যন্ত্রণা!

যে নিয়েছে মুখ ফিরিয়ে, আমি কি তার নই?

 

মেঘ ডেকেছে নীল আকাশে, মুখ ঢেকেছে কই?

দুঃখ দিলে, দুঃখ ভোগের সময় দিলে না!

শরৎ আলোয় জমা খরচ কষার সুযোগ নেই

 

মেঘ ডেকেছে নীল আকাশে, মুখ ঢেকেছে কই?

অশেষ হল সেই ছবিটি শুধুই কি যন্ত্রণা!

 

 

 

 


2 কমেন্টস্: