কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

সোনালি বেগম

 

কবিতার কালিমাটি ১০৬


ভেসে যাচ্ছে 

 

মেঘের পালতোলা নৌকায় চলো ঘুরে আসি।

এখন শীতের ছুটি। জানুয়ারি ফ্রিজিং-কোল্ড

মেখে হলদ্বানি, কাঠগোদাম, কুমায়ুন

উত্তরাঞ্চলের স্বচ্ছন্দ পথঘাট। আপেল, পিচ

আর এপ্রিকট-এর বাগান। নীলচে সাদা

অবর্ণনীয় আলোকছটায় নিস্তব্ধ হিমালয়।

এখন গরম কফি আর ভেজ্ প্যাটিজ-এর

ধোঁয়ায় সরগরম গেস্টহাউস

ছবির পর ছবি ভেসে যাচ্ছে...

 


খুঁজছি

 

খুঁজে চলেছি সেই কথাবার্তার শব্দমালা

কত সহজ ও আন্তরিক। ভেঙে তো পড়িনি।

কিন্তু সেই তুমি এখন কোথায়। প্রতিটা

মায়াময় দিনলিপি প্রস্ফুটিত ফুলের সুগন্ধে

টলটল শিশিরবিন্দু। কোথাও ক্রন্দন নয়

তোমারই নিষেধাজ্ঞা মেনে।

আনন্দমুখর যাত্রার শুভক্ষণে ছুটে আসছে

ট্রেন -- এখন তোমাকেই খুঁজছি...

 


উল্কা

 

বাতাসে ভালোবাসাবাসি। মেঘাচ্ছন্ন আকাশ।

দিল্লি-র চাঁদনিচক-এর মাইকেল মার্কেট

ফুটপাথ-এ ছড়িয়ে যাচ্ছে ক্রমশ...

লোকনায়ক জয়প্রকাশ হাসপাতাল চত্বর

জুড়ে বাঁদর-বাহিনী হাতাহাতি করছে।

 

সর্বত্র মরীচিকা, তবুও আহ্বান --

পৃথিবীপৃষ্ঠে ছুটে আসা উল্কা বাতাসে

জ্বলতে জ্বলতে আত্মগোপন করে।

 


সৌভাগ্য

 

কৃষক-এর তত্ত্বাবধানে তরমুজ বোঝাই

উট-এর দলটি গঙ্গা পার করছে। ধীরে ধীরে

এলাহাবাদ পৌঁছে যাবে।

 

হাঁটতে শেখার দিনগুলি ব্রিজ থেকে

সূর্যোদয় দেখার সৌভাগ্য ছোঁয়।

কাল, আজ আর আগামীকাল-এ

ভাসতে থাকে হীরকখচিত উজ্জ্বল মুকুট।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন