কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

রাহুল গাঙ্গুলী

 

কবিতার কালিমাটি ১০৬


3rd I : অপেরাগর্ভ থেকে

 

ভোর ৪-১৫

 

২মুঠো শব্দের প্রতিস্থাপন : অনুরূপ উত্তর

 

অনু অপ।ঝাপটানো ফড়িং // ছটফট

 

রাস্তার সেমিকোলন : পোয়াতী চাঁদের তিমি

 

বিধিবদ্ধ সতর্কীকরণ : ফিরে গেছে আওতায়

 

জলসাঘর : কাচকথার ঘুঙুর গোছানো পতন

 

পাগলী : ১২মাস কেটে গেল রজঃস্বলা দেহে

 

 

ভোর : ৪-১৯

 

সম্পূর্ণ অন্ধ নয়। সোনালি গন্ধকের চুমুক

 

যেখান থেকে পারো : টাটকা বুকে ঝলসানো কাক

 

হাহুতাশ। যৌনাঙ্গ থেকে ঝরাটুপ মেঝে

 

কিছু অকল্পনীয়। কিছু বাতিল। অসুখী আগুন

 

মরা মাছ : চোখের ভিতর অর্জুন লক্ষ্যভেদ

 

পাগলি তোর হেলিকপ্টার : নো ম্যানস্ ল্যান্ড

 

বালি পাল্টে অনিয়ন্ত্রিত

 

 

ভোর ৪-২৪

 

মেঘ হলেই বৃষ্টি। রাতের আকাশ = বাউল দেউলিয়া

 

মাথার পাশে  অহেতুক বালিশ। চটকানো অ্যালার্ম

 

কার জন্য অশরীরী মোম (তুলোর  বুদবুদ)

 

পথচলতি ডোমের হাত = নিভুআঁচের চিতা

 

পোড়া মাংসে : নষ্ট শামুকের খিদে

 

নখানু ব্যবধান : চিরে ফেলা কলজে পিরামিড

 

পাগলি তোর ডাকবাক্সের চিঠি পড়ে না কেউ

 

 

ভোর ৪-৩১

 

হাওয়ার পরে প্রমুখ পরিচয়। বাতিল হাওয়া

 

কেন করিস : আত্মঘাতী আয়নায় দিন?

 

বিষয়ী মতান্তর : পোষাক খুলে ছুরি হাতল

 

অগুনিত পরিচয় ভীড় ঠেলে মুছে

 

আস্ত জলসাপ : গভীর পারদঘটিত

 

বেঝিঝক্ = টর্পেডো প্রশ্নে বাড়ে ১ম শীৎকার

 

নিথর শিলালিপি যাপন : গোটা জলপ্রপাত জুড়ে     

 

 

 


 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন