কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

সোমবার, ১৫ জুন, ২০২০

উদয়ার্ণব বন্দ্যোপাধ্যায়




কবিতার কালিমাটি ১০১



গাট্রুড কোলমার

১৯৪০...

এরপর পরিতক্ত দালানে তোমার শেষ ধ্বংসস্তূপ।
কাগজের ভীড়ে উঠে আসছে কিছু বর্ণমালা।
"তুমি হয়তো আবারো উন্মাদ হবে"...

এখনো সকাল দরজায় বাধা শেকলের গায়ে কাটেনি আঁচড়,
এখনো রাহুগ্রস্থ জার্মানিতে সাজেনি প্রিয়তমার ভোজসভা,

১৯৪৩...

শব্দ আকঁছে সূর্য কিংবা গড়তে চেয়েছে নয়া প্রতিরোধ,
তোমার শরীর হয়তো আবারও নিষিদ্ধ হবে।


শেষের সংলাপে

কী এক অদ্ভুত বিশ্বাসের ভেতর শব্দ বুনছে কণ্ঠস্বর
মুখের ভেতর দপ দপ করে জ্বলছে আগুন
বুকের ভেতর প্রতিহিংসার সহবাস

এ কেমন যুক্তির প্রলাপ মানুষের স্বাধীনতা ক্ষুণ্ন করে
তোমাদের আশ্রয় যখন নিরাপদ আরো নিরাপদ কম্বলের নিচে শীত তাড়ায়
আমাদের সর্বস্ব কেড়ে নিয়ে হাততালি দিচ্ছ চা-টেবিলে


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন