কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

সোমবার, ১৫ জুন, ২০২০

নীলাব্জ চক্রবর্তী



কবিতার কালিমাটি ১০১




ভাষা দেখে পড়ে যাওয়া দিন

কমলা মাংসের ক্ষেত থেকে
অন্য একটা সময়
ব্রেক
স্মৃতি যে কাঁচের কাছে
ভাষা দেখে পড়ে যাওয়া দিন
কার জন্য
ভেঙে রাখা
গানের টুকরো ঘষে ঘষে
একটা কাগজের স্বপ্ন
দুহাতের তালুতে
এক পিছল ক্রিয়াপদ
শরীর হয়ে
কোথাও এক ভ্যালেনটিনা
অবস্থান নামের ভ্রম চাইছে বারবার...


স্খলন

নেমে আসা
মানে
স্খলনের স্মৃতির
সবটা নীল তখন লাল জুতোয়
ফুলে উঠছে
যে পাথরের গাছ
কার স্বপ্নে গড়ানো
ছবির ভেতর ঢুকে গেলো
হেয়ারলাইন
আরও পিছোতে পিছোতে
অন্য একটা সিঁড়ি...


একটি গৃহপালিত কবিতা

আমাদের গৃহপালিত কবিতায়
যেভাবে
এইমাত্র
আমের পোকাটা
একটা ঘটমান ক্রিয়া হয়ে
ল্যাপটপ স্ক্রিনের ওপর
আমের ছবিতে
একটা ভাষার স্বপ্ন
দেখতে দেখতে হরফের ফেনায় জড়িয়ে পড়েছে
এই কবিতায় এসে
একটা সাদা কেক আর ভ্যানিলা এসেন্স
যতদূর
একটা পিন করা সকাল
আমার আঙুল অবধি কোনও স্বাদ
চামড়া নামের এক রঙের ভেতরে চলে যায়...


3 কমেন্টস্: