কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

সোমবার, ১৫ জুন, ২০২০

শুক্লা মালাকার




কালিমাটির ঝুরোগল্প ৮৫


নিয়ম

- নেমে যান, দাদা! নেমে যান!
- নেমে যান, নেমে যান। তিনজন হয়ে গেছে।
- কি হল কি দাদা! বেলটা দিন! দুজন বেশী হয়ে উঠেছে।
- সামনেই নেমে যাব দাদা, দুটো স্টপেজ।
- আরে ও কন্ডাক্টার দাদা! ঘাড় ধরে নামাতে পারছেন না?
- ছেড়ে দিন দাদা! এই ব্রিজের গোড়ায় নেমে যাব। এখানে বসুন!
- আমিও, আপনি এদিকে চলে আসুন।
- তা বলে নিয়ম মানবেন না?
- এরা কিছুতেই বাড়িতে থাকতে পারে না। ছুতোনাতায় ঠিক বেরিয়ে পড়বে।
- যা বলেছেন। একটু ঢিল দিয়েছে তো বেড়াতে বেরিয়ে পড়েছে।
- রিস্ক ফ্যক্টর কতো বেড়ে যায় এই বোধটুকুও নেই!
- হ্যালো! হ্যালো! হ্যাঁ, বাসে উঠেছি... না ঐ চেঁচামেচি হচ্ছে... হ্যাঁ, হ্যাঁ আজ ওষুধটা পেয়েছি... আরে সব ঠিক আছে, সব ঠিক আছে।
- বাড়ির মানুষগুলোকে অহেতুক টেনশন দেওয়া!
- মাস্ক লাগিয়েও সাজগোজ করে বেড়াতে হবে? আমদের মতো জোব্বা পড়ে ডিউটি দিতে হলে...
- আপনি এই ওটাতে আছেন? দু’দিন ঘুরেও খবর পেলাম না। কীভাবে ছেলেটার খোঁজ জানবো বলে দেবেন?
- ব্রিজ ধরবে, যারা নামবেন নেমে যান!
- এখনও একজন বেশী আছে দাদা! কিছু করুন!


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন