কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

সোমবার, ১৫ জুন, ২০২০

উল্কা



কালিমাটির ঝুরোগল্প ৮৫




উদ্বায়ী

এই চুপ থাকার মধ্যে হঠাৎ ঝড় উঠল। খেলনাবাটি ফেলে তুমি ছুটলে। ভেজিয়ে দিলে কল্কে ফুলের দরজা। পিরামিডের মতো সাজানো অনুবীক্ষণ যন্ত্রে নজরবন্দী  অনুভূতির ছাই। কুমীরডাঙা খেলার মাঝে আব্বুলিশ দিয়ে বেমক্কা এড়িয়ে গেল অনিয়ম। আমি অয়েল পেন্টিং জুড়ে খুঁজে চলেছি ছত্রিশ ডজন অমিল। চুরির গল্প এযাবৎ মন কাড়ে না। বিশাল বিশাল পাঁচিল ডিঙিয়ে নেমে আসা চড়াই কৈশোর, ফূটনোটে টাঙানো নো এন্ট্রি দেখে পেরিয়ে গেল রিক্সাচালক। আজ রাস্তায় গড়াগড়ি খাচ্ছে মাঝরাত। তুমি দায় এড়াতে উঁকি দিলে একবার। খেলনাবাটির পর চোর পুলিশ খেলার চিরকুট ছড়িয়ে পড়ল আমার সামনে। দেখলাম শব্দেরা বেরিয়ে আসছে তাদের পুঁটলি নিয়ে। কিছুটা মিলিয়ে গেল শীল বাটনায় কিছুটা 'ক্ষ' লিখতে শেখার আনন্দে। বানান ভুল শব্দরা কান মুলে ক্ষমা চাইল বারংবার। তাদের টেনে হিঁচড়ে পাঠানো হল সংশোধনাগারে। 

দরজার পিছনে তুমি আবার ফিরে এসেছো। সবার অলক্ষ্যে কল্কে ফুলের ভেতরে হাত ঢোকালে। লুকিয়ে ফেললে চন্দ্রবিন্দুর চাঁদ।


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন