কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / সপ্তম সংখ্যা / ১৩৪

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / সপ্তম সংখ্যা / ১৩৪

শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

শ্যামল শীল

 

কবিতার কালিমাটি ১৪৯


অচিনপুর

মনকে আজও চিনতে পারিনি

সে কী চায়, কী তার প্রকৃত অভিলাষ

অন্তর্গত সংশয়, কামনা-বাসনা, থাকা না-থাকা

সে কোথায় যায়, যেতে চায়

মনের ঠিকানা জানতে পারিনি কোনদিন

এখন সন্ধ্যার সঙ্গে মুখোমুখি বসে

হলুদ রুমালে মুখ মুছে, ভাবছি

কিছুক্ষণ পরেই নামবে অন্ধকার

যদি বেরতে হয় রাস্তার ঠাহর করা দুষ্কর

কী ভাবছে মন? বোঝে সাধ্য কার?

 

ছায়া ও ছবি

ছায়াও থাকে অন্তর্গত নিজস্ব সীমানায় 

বিচ্ছিন্ন রয়েছি বিযুক্ত নয়

যুক্ত থাকার অনন্ত অভিলাষ অন্তঃকরণে

অনুভূতির গূঢ়তম অন্তর্দেশ ছুঁয়ে

ফিরে আসি যেখানে ফেরার কথা ছিল

নৈঃশব্দ্যের ভিতরে ছিল সমূহ নিবিড় আর্তি 

সংলাপে প্রচ্ছন্ন ধ্বনিত প্রতিবাদী সুর

ব্যাপ্ত আকুলতা নির্জন বিষাদ ছুঁয়েছে

কথা শেষের পূর্বে সিদ্ধান্ত অপেক্ষায় আছে

চতুর্দিকে আকীর্ণ শূন্যতার প্রতিধ্বনি

 

দিগন্তের দিকে

যার জন্যে এত দূরে এসেছি

সে আজ দিগন্তের দিকে চলে গেছে 

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন