কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / সপ্তম সংখ্যা / ১৩৪

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / সপ্তম সংখ্যা / ১৩৪

শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

সাজ্জাদ বিপ্লব

 

কবিতার কালিমাটি ১৪৯


কয়েকটি ক্ল্যারিহিউ

(১)

মাইকেল মধুসূদন দত্ত

ছাড়েননি স্বত্ব--

বাংলা কবিতার।

অমলিন, অনিন্দ্য উজ্জ্বল ছবি তার।

 

(২)

ফররুখ আহমদ, কবি।

চির তারুণ্যের ছবি।

 

ছিলেন শুদ্ধ।

করেননি আপোস, হননি রুদ্ধ।

 

(৩)

[কবি শামসুর রাহমান স্মরণে]

সৌম্য, শান্ত, ধীর

তিনি কি ছিলেন পীর--

 

বাংলা কবিতার?

না হয় ম্লান যেন, ছবি তার!

 

(৪)

শহীদ কাদরী

তিনি কি ছিলেন পাদ্রী?

 

বাংলা কবিতার

অজর, অমর ছবি তার।

[কবি'র আত্মার শান্তি কামনা করছি]

 

ফটোজেনিক

তুমি, ফটোজেনিক কিনা, আমি জানি না

ক্যামেরার চোখে যেমন তুমি সুন্দর ও অপরূপ

আমার মন বলছে, তুমি সুন্দর মনেরও বটে।

 

অর্থাৎ একই অঙ্গে তোমার বহু রূপ। বহু বর্ণিল তুমি। নিশ্চয়, বহুরূপী নও...

নও কোন প্রতারক বা হন্তারক।

যদিও তোমার ছুরির নীচে আমার জান

কিন্তু আমার হৃদয়ে তোমার প্রাণ, তোমার মঙ্গল, তোমার অস্তিত্ব

 

আপোস

আমি, আপোস করতে জানি না

জানি না সমঝোতা বা মিউচুয়াল আন্ডার্স্টান্ডিং করে, নতজানু হয়ে

শত-সহস্র বছর ইঁদুরের মতো বেঁচে থাকতে

 

আপোস মানে তো একপ্রকার মৃত্যু

মৃত্যু নিজের সাথে, নিজের কাছে, বিবেকের কাছে

বিবেক বিক্রি করে বা আপোস করে

আর ক'টা দিন বেশি বাঁচার চেয়ে

নিজের বিশ্বাস নিয়ে

সিংহের মতো একদিন জীবন-যাপন

আমার কাছে ঢের কল্যাণের, অপার আনন্দের

 

মালেক দিদার

[কবি আবু তাহের সরফরাজ, আপনাকে]

আহ, যদি মালেক দিদার

হতে পারতাম!

যদি পারতাম

পৃথিবীকে তালাক দিতে!

 

ভুলে যেতে ব্যবসাপাতি। আনাজ।

লেনদেন। জানাশোনা। শিক্ষাদীক্ষা।

আদব-লেহাজ। সম্পর্ক। টানাপোড়েন।

হাঁটাচলা। সমাজ-সংসার।সন্তান-সন্ততি।

আমি-তুমি। সুন্দর-অসুন্দর। সভ্যতা। নোংরামি। যুদ্ধ। বিগ্রহ। হানাহানি। সদ্ভাব...

তবে, কী না দারুন হতো!

অথবা

যদি হতে পারতাম

তরমুজের ক্ষেত!

 

 

 

 

 

 

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন