কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

সোমবার, ১৩ জুন, ২০২২

সন্তর্পণ ভৌমিক

 

কবিতার কালিমাটি ১১৮


হেঁটে যাও মধ্যবর্তী পথ

 

তুমি মুক্ত হয়ে রও

এখানে সেখানে

একদম যাযাবর প্রায়

 

নিঃস্ব হোক ক্ষুদ্র ঝোলাঝুলি

 

খালিপেটে হেঁটে যাও

জন্ম ও মৃত্যুর মধ্যবর্তী পথ

উদাস মনের দিকে

সাংসারিক বুদ্ধি রাখো

কেননা সংসারে মুক্তি প্রয়োজন

 

অতঃপর ছবি হয়ে একদিন

ফিরে এসো পান্থজন

আমাদের অমলিন

হৃদয় মাজারে।

 

মেঘ হয়ে যাই

 

খুব ভোরে সেদিন দেখেছি

তোমাদের শূন্য শিশুদের

ইতিহাস ভুলে গেছে

যাদের, তাদের রিক্ত পরিখায়

ইহাদের ভবিতব্য শুষ্কপ্রায় হয়ে

ক্রমে যেন অস্তিত্ব লুপ্ত হয়ে গেছে

 

তবু আমি নির্মোহে একদিন রংধনু

দেখিব ইচ্ছায়, তোমাদের দীর্ঘ পত্র লিখি

তুমি ও বৃষ্টি মিলে উপেক্ষা করেছ তত

আমি নাকি খুনের ফেরার

 

তবুও ইচ্ছে থাক, ইচ্ছেগুলো বেঁচে থাক হাজার বছর

আমি মেঘ হয়ে প্রতিদিন নিয়ে যাব তোমার খবর।

 

অপেক্ষা অপেক্ষারত

 

নিভে গেছে হৃদ্যতার সিক্ত অনুভব

তোমার প্রলাপ কিংবা

আমাদের অপেক্ষা নিষ্ফল হয়ে এলো আজ

আর গাছে পাতা হবে না, ঝরেছে ফুল সেই কবে

দারুন আগুন নিয়ে

তবু তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে

চেয়ে থাকো দূরে ওই ছাতিম তলায়

কে জানে কে যেন বসে থাকে

দূরাগত অতিথির মতো

তুমি তার অপেক্ষায় আছো

তুমি তার অপেক্ষায় থাকো।

 

 


3 কমেন্টস্: