কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

সোমবার, ১৩ জুন, ২০২২

জয়িতা ভট্টাচার্য

 

কালিমাটির ঝুরোগল্প ১০৮


ব্যাগ

বাস থেকে নেমে দেখি কাঁধের ব্যাগটা নেই। খুঁজতে খুঁজতে একটি লম্বা সিঁড়ি বাড়ি। এটি একটি বৃদ্ধাবাস। এই বাড়িটা খুব চেনা। এখানে রবীন্দ্রনাথ থাকেন  মানে যে রবীন্দ্রনাথ অনেক গানটান লিখেছেন। একটি ছোট্ট ঘরে চারু মজুমদার। কয়েকটা ঘর খালি। ব্যাগেও কয়েকজন ছিলেন। ওদের খোঁজে এসেছি। জয়েস নামে এক ভদ্রলোক, এবং কাফকা।

কয়েকঘর ভাড়াটে পত্রিকা হাতের রেখা মেলে ধরল। খোঁজাখুঁজি করি। বারান্দায় বসে কজনা শিরাওঠা বুড়ি অবাক বিস্ময়ে তাকিয়ে দেখে। ওরা বলতে পারে না আমার ব্যাগটার কথা। আরো সিঁড়ি, আরো কত ঘরে উঁকিঝুঁকি। নীল ঝর্ণাকলম থেকে মাধবীলতা বারান্দার আলসেতে।

এলোমেলো চাদর। বিস্বস্ত্র বিছানা। কেউ নেই ঘরে। এক কোণে মাটির কলসি। ভরা কিম্বা শূন্য। কলসি থেকে শোনা যায় রাত হলে মুনিরা চৌধুরীর গুমরে ওঠা কান্না। কবিতা সিংহ বললেন, নিয়ে যাও। আছে তো অনেক পড়ে। পড়ে আছে বটে অনেক ব্যাগ, ফেলে যাওয়া ব্যাগ। দরকারি সবকিছু সহ পড়ে আছে। শুধু আমারটা নেই। নিচ দিয়ে ট্রেন। যেন বালিগঞ্জ স্টেশনের মতো। একটা ব্যাগ নিয়ে সিঁড়ি ধরে নামতে থাকি।

আর কত নামব! চেয়ে দেখি গায়ে নেই সুতো। এই নগ্নতা দেখেনি কেন ওরা? ওইসব বাসিন্দারা? এমনকি শরৎবাবুও নীরব নগ্নতা বিষয়ক এই পরিস্থিতিতে। চৌরাস্তার মোড়ে লাল চোখে চাঁদ। আসন্ন আন্দোলনের জন্য আকাশ প্রস্তুত। সামনে পড়ে আছে সাদাপাতা দুটি। আমার মেয়ের আঁকা ক্রেয়নের নৌকো।

কোথা থেকে যেন বাসে উঠেছিলাম, এখন আর মনে নেই। যে কোনো বাসস্টপে  এখন পৌঁছে যাওয়া দরকার।


3 কমেন্টস্:

  1. ভালো লিখেছিস । ঝুরোগল্পের আঙ্গিক রপ্ত করে ফেলেছিস ।

    উত্তরমুছুন
  2. এটা মলয় রায় চৌধুরী লিখেছেন।

    উত্তরমুছুন
  3. ভালো লাগলো। অলোক গোস্বামী।

    উত্তরমুছুন