প্রতিবেশী সাহিত্য
শম্ভুনাথ’এর কবিতা
(অনুবাদ : মিতা দাশ)
কবি
পরিচিতিঃ কবি শম্ভুনাথ কলকাতা বিশ্ব বিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক।
সম্প্রতি ভারতীয় ভাষা পরিষদের নিদেশক। তিনি ‘ভাগার্থ’ নামে একটি পত্রিকা সম্পাদনা
করেন। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে ‘হিন্দি সাহিত্যকোষ (সাত খন্ড), ‘হিন্দি
পত্রকারিতা (দুই খন্ড), ‘সামাজিক ক্রান্তি দস্তাবেজ’ (দুই খন্ড) ইত্যাদি বিশেষ
উল্লেখযোগ্য।
দড়িগুলো খুলে গেলো
তারপরেও পিছনে হাত বেঁধে দাঁড়িয়ে আছে
ঝুঁকে দাঁড়িয়ে আছে
আদেশের প্রতীক্ষায়
এখন থেকেই যায় সুখের পথ
যখন মানুষ ভুলে যায় এই কথাটা
কী, ওর কাছেও রয়েছে জীভ!
সভ্যতা
নদীরা বলল, নিজের প্রবাহ দাও
ওরা ঘটে এসে বসে পড়ল
ফুলেরা বলল, দাও নিজের কোমলতা
ওরা বন্দুকের মত গর্জে উঠল
হওয়ারা বলল, গন্ধ দাও
ওরা ডিও ব্যবহার করল
ঈশ্বর বলল, নিজের বুদ্ধি দাও
ওরা ধর্মস্থল তৈরি করতে লাগল
রাজারা বলল, জয় জয়কার করো
ওরা ভাবনাকে বিদায় জানালো
এই ভাবে মানুষ সভ্য হল!
কবি
কবি কি কোনো ডুবুরি
ভয়ে ডুব দিয়ে
তুলে আনে সাহস
আর সত্যকে
মুক্ত করে মিথ্যের থেকে!
পাঠক
পাঠক সাঁতারু
ভাসে না
ভাসে শব্দ - শব্দ
মৃত্যু থেকে
ছিনিয়ে আনে জীবন!
কবিতা
কবিতা হল
জীবনের উপর বিশ্বাসের জায়গা
এই দুঃখজনক সময়ে
ঠিক কাঁধের উপর রাখা পূর্বপুরুষের হাত
যখন পতাকার পেছনে লুকিয়ে পড়ে
মন্দির ও মসজিদ
বাতাসে ও তরঙ্গে ভেসে আসা
কবিতা যেন ঈশ্বরের ডাক
কবিতা
প্রবল বৃষ্টিতে যেন নড়ছে গাড়ির ভাইপার
রাতে শিয়ালদের হুক্কা-হুয়ার মাঝে অন্ধকার
ভেদ করে যেন উঁকি দেয় চাঁদেড় মৌন আশা
ধর্ষণের পর
দাঁত চেপে উঠে দাঁড়ায় একটি ভাষা
কবিতা
এক-একটা সুন্দর শব্দ, যেন বেছে নেয় স্বর্ণকার
কামারের ও হাতুড়ির মত শক্ত তোলা
ওই একটা জানলা খোলা
আর একটা আত্মাও ধোওয়া
কবিতা একটা জটায়ুর শেষ দুর্ধর্ষ গান
পাখনা কাটা হলেও
একবার আবার উড়বার কথা ভাবে
কবিতা রয়েছে সুখ-দুঃখে
কবিতা রয়েছে তাই ভরসাও রয়েছে।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন