কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

সোমবার, ১৩ জুন, ২০২২

চিত্তরঞ্জন হীরা

 

কবিতার কালিমাটি ১১৮


মোনালিসা কাফে – ৪

 

একটু নামলো

একলাপনের একায়

বসে এই মোহনার চাঁদ।

 

ফেলে রাখা আলে

সবে তো সকাল

তুমি জাগা

আমি আমি ঘ্রাণ পোষে

মন রেখে।

 

যতটা রাখলো

তার দশমিক ভেঙে

ফুলে ফুলে

হবে তো দেখার মতো

ছড়িয়ে ছিটিয়ে

শুধু একটাই দেখা।

 

এই ফাল গুণী রাতের

যদি কেউ

আবার

আলোবেসে ফেলে!

          

মোনালিসা কাফে – ৫

 

ফুরোতেই ধুম

লেগে যায় একপলকে

আসমানী পা

আহাকাশ

কিন্তু লাগলো না।

 

তখন নীলিমায়

নীল বরসাত

লিমা থেকে নীর

এক ছই ছই

পাহাড় জোড়ে না।

 

পাড়া জুড়োনো নদীকন্ঠে

ময়ূরের ডানা মৃদু

ভেঙে পয়ারের ফাঁকে।

এতো ফাঁক

তবু তাল গুণে গুণে

নালিপাতা খোল

               ঢেউ লাগে।

 

লেগে থাকা গায়ে

রেণু রেণু

এই আখ্যানের

হয়তো অন্য কেউ লিখছে!

 

মোনালিসা কাফে – ৬

 

আমরা ফিরে পেতে চাই

একটা নতুন কেনা

আলখাল্লার মুখ

বাজিয়ে তুলতে

যতটা শ্রাবণ লাগে।

 

লম্বা হাতের দিন

রোয়া ওঠা

এখন শূন্যের কাছে

শিখে নিতে চায়

আরও কিছু মৌনতা।

কোথাও একটা

মুখোশের তা

জলছবি পরিয়ে

টেনে নিয়ে যায়

         আলিঙ্গনের দিকে।

 

আঙুল খেলছে

মাস পহেলার ঘুম।

চার বসতের রঙ ধুনে

প্রথমে বিচিত্র

তারপর বিষণ্ণের

                  ঠোঁট মেখে।

এখানে আর কোনও

             মোহগন্ধ নেই…

 

                


1 কমেন্টস্: