কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

সোমবার, ১৩ জুন, ২০২২

শ্যামল শীল

 

কবিতার কালিমাটি ১১৮


ছায়ার জন্য

 

একটু নির্জনতার জন্য

হেঁটে যাচ্ছি নাক বরাবর

অস্বস্তির উপত্যকা পার করে

যাপনের দড়ি বেয়ে উঠছি ক্রমশ

ষাটখানা সিঁড়ি পার করে আরও উপরে

তারপর একদিন নেমে আসবার সময়

নামতে নামতে অনেকটা নীচে

অরণ্য বালিতট নদী পার করে

ঠেলা ধাক্কা গুঁতো মার খেয়ে

জনপদ শহরের রাস্তা পেরিয়ে

দৃষ্টির সজাগে খুঁজব আপ্রাণ

একটু ছায়ার আশ্রয়

 

একের বদলে দুই

 

একটি স্বপ্নের বিনিময়ে দুটি আক্ষেপ ফ্রী

ধারালো ছুরির উপর দিয়ে হেঁটে যাচ্ছি

তৃষ্ণা, বিতৃষ্ণা বলে কিছু নেই

যা পাওয়া গেছে সন্তুষ্ট হওয়া বা না হওয়া

কোনও ইচ্ছে পছন্দ বা অপছন্দ নেই

কি উপায়, নিরুপায়, অসহায়, অন্যায়-ন্যায়

একের বদলে দুই, ঢেউ উঠেছে ওই

 

অকারণে যুদ্ধ করি তুই আর মুই

হাত খুলে, মন খুলে, দাও শুধু দাও

না ও নেতিকে সরিয়ে হ্যাঁ ও ইতিকে ডেকে নাও

আজন্ম সুহৃদ ধুলো বালি

এক আনায় দু আনার দ্রব্য নিয়ে যাও

 

সময়ের ঘন্টা

 

সময়ের ঘন্টা বাজে কাঁটায় কাঁটায়

গোপন রাস্তা ধরে কারা আসে যায়?

কারা কথা বলে দূরে চুপিচুপি

দিনের বেলায় কে কাকে পরাচ্ছে টুপি?

হয়েছি আকাঙ্ক্ষার প্রকৃত গোলাম

পালকের মতো ওড়ে কবিদের নাম

 

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন