কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

সোমবার, ১৩ জুন, ২০২২

জয়া ঘটক

 

কবিতার কালিমাটি ১১৮


 পথের আড়াল

 

কান্নাভেজা নীল মেঘে ভরে যাচ্ছে মনের ইনবক্স। দূরের গল্প কাছে এসে কিছু বলে, দূরের নৌকা ভিড়তে চায় চেনা খেয়াঘাটে। কে যেন বলে যায় কানে কানে... পথিক, তুমি কি পথ হারিয়ে ফেলেছো? কাদের যেন বলতে শুনি, কিছু কান্না আমাদেরও দাও!

 

একঢাল চুল খুলে লাল জিহ্বা নিয়ে কেউ ধেয়ে আসছে পিছনে। কিন্ত নাবিক তো জানে না কোথায় দ্বীপভূমি। সে চলছে তো চলছেই! তার শুধু কানে বাজে, পথিক তুমি কি সত্যিই পথ হারিয়ে ফেলেছো!

 

যাত্রা

 

চলে যাওয়া মানে সবকিছুর শেষ নয়।

চলে যাওয়া শুরুর সূত্রপাত মাত্র!

কেউ কখনও কাউকে ছেড়ে যেতে পারে না!

অন্ততঃ

স্মৃতিটুকু তো রেখে যায়!

 

বিরহ

 

বৃষ্টি হলেই কেন জানি না মনে হয় কিছু তো ভিজছে! আমি মনে হয় ভুলে গেছি  ঘরে আনতে! কী ভিজছে, কেন ভিজছে, মনে পড়ে না! মনে হয় ছুটে যাই,   যত্নে নিয়ে আসি অন্তরে। বুঝতে পারি না কী হচ্ছে! কিন্ত এটা বুঝি, কিছু তো ভিজছে, কেউ তো ভিজে যাচ্ছে বৃষ্টির জলে!


1 কমেন্টস্: