কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬

এস এম মুকুল

আফাল’ হাওর অঞ্চলের জীবনযুদ্ধের সরল সমীকরণ




লেখিকা শিরিন আক্তারের সাথে হাওরের ঢেউ আর হাওরাঞ্চলের মাটি ও মানুষের শেকড়ের সম্পর্ক জীবন চলার পথের বাঁকে বাঁকে হাওরের ঢেউয়ের সাথে সংগ্রাম করে টিকে থাকা মানুষের জীবনযুদ্ধের বহুমাত্রিক পর্যবেক্ষণ লেখিকার জীবনকে নানাভাবে আলোড়িত করেছে তারই প্রতিফলন হিসেবে জীবন চলার পথের বোধ-ব্যাপ্তির বক্ররেখার সরল সমীকরণ টেনেছেন তার প্রথম উপন্যাস আফাল’ রচনার  মধ্য দিয়ে লেখিকা শিরিন আক্তার সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার উজানীগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন তিনি ইউনিভার্সিটি অব লীডসইউকে থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন  পাশাপাশি তিনি দেশে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং কুমিল্লা টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড ডিগ্রি অর্জন করেন শিরিন আক্তার দীর্ঘদিন ধরে বেসরকারি উন্নয়ন সংস্থা এফআইভিটিবি-এর  প্রাথমিক শিক্ষা কর্মসূচির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন

ভাটি বাংলার হাওর – হয়তো বা সমুদ্র নয়তবে তার চেয়ে কোনো অংশে কম কী! হাওর মানে দিগন্ত বিস্তৃত ভুমি বর্ষায় পানি আর পানি শুকনোকালে মাঠের  পরে মাঠ সবুজ ধানের ক্ষেতে ফসলের হাসি ঘাসের চট্টন আর মাছের জলাধার  হাওরাঞ্চলের বৈশিষ্ট্য ছয় মাস পানি আর ছয় মাস ফসল উৎপাদনের ব্যস্ততা এই হাওরাঞ্চলের মানুষের অজানা জীবনযুদ্ধের অবর্ণনীয় বর্ণনায় লেখিকা  শিরিন আক্তার তাঁর প্রথম উপন্যাস আফাল’ গ্রন্থে তুলে ধরেছেন হাওরের   মানুষজীবনধর্মলোকাচার ও সংস্কৃতির অনন্য আলেখ্য আফাল মানে ঢেউ - হাওরের উতলা ঢেউ হাওরের আফালের সাথে হাওরের মানুষের জীবন কীভাবে কাটেকীভাবে ঘুমায় আর চিন্তার অতলে কীভাবে স্বপ্নের জাল বুনে সেইসব অজানা  কথামালাকে নিজের জীবনবোধ আর দর্শনের মালঞ্চে গেঁথেছেন একটি অনবদ্য কাহিনী হাওর এলাকার বড়কর্তাএকান্তবর্তী পরিবারসামাজিক সংস্কারের দাসত্বদুর্যোগ-দুর্ভাবনাহাহাকার ভরা দীর্ঘশ্বাসঅনেকের মাঝেও একাকীত্ব, এমনকি হতাশার মাঝেও আশা নিয়ে নতুনভাবে ঘুরে দাঁড়াবার অর্ণিবাণ প্রত্যয় হাওরের মানুষেরা কীভাবে জীবন কাটায়,  কীভাবে মানুষ গড়ে, কীভাবে তাদের স্বপ্ন ভাঙ্গে-গড়ে, লেখিকা খুব আদুরে আঞ্চলিক ভাষায় উপস্থাপন করেছেন ভিন্ন মাত্রার  জীবনচিত্রকথা আফাল এই আফাল যার অর্থ ঢেউ ঢেউয়ের দোল খাওয়া নৌকার মতোই আফালের কাহিনী পাঠকের হৃদয় দোলাতে দোলাতে নিয়ে যাবে হাওরে ভাসা কোনো এক অচিন দ্বীপে যেখানে স্বপ্নরা বাস করে সুদূর সবুজ পাহাড়ের উপর ভর  করে অনন্য উচ্চতায় দাঁড়িয়ে থাকা সুনীল আকাশের মেঘালয়ে যে মেঘালয় থেকে হয়তো ক্ষণিক পরেই রিমঝিম বারিধারায় কোনো এক নতুন গানের সুর তুলবে হাওরের জলেঢেউয়ের গর্জনেজলের অতলে অথবা নীরব নিথর রোদেলা দুপুরের নিঃষ্প্রাণ বাতাসের বোবাকান্নায় লেখিকা শিরিন আক্তারের হাওরে বিভোর স্বপ্নে-জাগরণেঅনুভবে আলিঙ্গনে কাটানো শৈশব, যৌবন আর বিদগ্ধ  জীবনবোধের পূর্ণতায় দেখা-অদেখাচেনা-অচেনা মানুষগুলোর ভেতরের নির্যাসটুকু খন্ডিত করেছেন উপন্যাসের শব্দেবর্ণেবাক্যেপ্যারায় প্যারায় গল্পের কাহিনীর চেয়ে পাঠকের কাছে মাঝে মাঝে মনে হবে হাওরের মানুষের ভাষার শৈল্পিকতার কত মুগ্ধতা, না আধুনিকনা অ-প্রাচীন আগামী দিনে যে প্রজন্ম হাওরের ইতিহাস ঘেঁটে ঘেঁটে  সাগরের জল সিঞ্চন করতে চাইবে ঝিনুকের খোলস দিয়ে, তাদের জন্য অনবদ্য সহায়িকা হবে এই উপন্যাস আফাল। 


বইটি প্রকাশিত হয়েছে চৈতন্য প্রকাশনীসিলেট থেকে মূল্য ১৮০ টাকা প্রচ্ছদ  এঁকেছেন তৌহিদ হাসান অনলাইন পরিবেশক : রকমারি ডটকম 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন