কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬

বর্ণশ্রী বকসী

নারী

জন্মের মুহূর্তে আর্ত চিৎকার জানায়
কন্যার ভূমিষ্ট সংবাদ, বসুধা উল্লসিত,
বেড়ে ওঠা তরুর সৌন্দর্য ছেনে রূপ
নির্মিতি! অহল্যা সময়ের বাঁকে কুহক
পর্যাপ্ত রসদ ফুরিয়ে গেলে মহাকাশ
চিরে নেমে আসে স্বপ্নে বানানো আশা,
দিন বদলের প্রত্যাশা বুকে নিয়ে
সীতা দ্রৌপদী কিংবা হাল আমলের
বছর বারোর মেয়েটি

আপনা মাংসে মেয়ে শত্তুর শত্তুর 
তোর মন নেই, নেই মেধার প্রলেপ
তবু রণদার বেশে পুজো করি তোকে
মেঘলা আকাশ কেটে রোদ হবি আয়!

দিনলিপি

কতটা বিষাদ কাটিয়ে বলো সুখ আছে?
উত্তপ্ত বালির পথে দৃষ্টি বিভ্রম শেষে
কেবলই শূন্যতা দাপিয়ে বেড়ায় চরাচর,
গ্রহণ কাটিয়ে যে চাঁদ উদিত তার রূপ 
কাছে ডাকে!
যার মনের কোণে ঘাঁই মারে মৃত স্বপ্নেরা 
তাদের কাছে নিয়ে থাকি পাঠ প্রতিক্রিয়া

কখনো পাহাড়ি বাঁকের অনিশ্চয়তায় 
ঐহিক আশা ও নিরাশার মধুরিমা
কীর্তনের রাই জাগানিয়া ভৈরবীতে 
ঝংকৃত হয় অব্যক্ত কথারা।


আগমনী

মায়াবী মাদকতা ছড়িয়ে সে আসে
সাংকেতিক দশ হাতে দশটি জিনিস,
যে হাত শঙ্খের মঙ্গলধ্বনি সৃষ্টি করে
অসুর বধে সেই হস্ত অস্ত্র শোভিত!
অবক্ষয়িত সমাজের পাঁজর থেকে
বেরিয়ে আসে নারীর দশমহাবিদ্যা,
রূপং দেহি কামনা ধীরে ধীরে জয় 
বয়ে আনে অবলুপ্ত প্রত্ন ইতিহাসে 
ভেসে যাওয়া ছিন্ন মেঘের ভেলায়
কন্যার আসা স্হির হয়...



0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন