কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬

কাজল সেন

ঝুরোকবিতা সিরিজ


(৯২)       

গা জোয়ারি আর চলবে না হে গজাধর
অনেক হয়েছে তালপাতার সেপাই নিয়ে নাড়াচাড়া
যারা প্রতিদিন একটু একটু করে পাকাধানে দিয়েছে মই
তাদের আজ সাক্ষাৎ সত্যনাশ
মিছেই বগল বাজিয়ে ঘোরা
পায়ে পায়ে পাবাজি পায়ঁতাড়া
খাট্টামিঠা শরবতে চুমুক
সারা দুপুর কেন যে জেগে থাকে গুপ্তপাড়া


(৯৩)     

প্রথম রাস্তাটা ছিল ঠিক নাক বরাবর
দ্বিতীয় রাস্তাটা বাঁদিকে কিছুটা হড়কে গিয়ে কান বরাবর
আর তৃতীয় রাস্তার খোঁজে সেদিন ডাকা হয়েছিল প্রকাশ্য সমাবেশ
সেই সমাবেশে বক্তব্য রাখা হয়েছিল চতুর্থ রাস্তা নিয়েও
যদিও পঞ্চম রাস্তার কথা কেউই ভোলেনি
এবং ষষ্ঠ ও সপ্তম রাস্তার কথাও ছিল সেদিনের অ্যাজেন্ডায়
আর এভাবেই ক্রমশ অনেক বাক বিতন্ডার পর
যখন পৌঁছনো গেছিল একশ ষাটতম রাস্তার আলোচনায়
তখন কেউ কেউ বলেছিল একশ একষট্টিতম রাস্তার কথাও 




0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন