পুজো
দু’চোখে তোমার জ্যোৎস্না
লুকোনো আছে
রোদেলা জ্যোৎস্না তোমার
চোখের পাতায়
আজও অকরুণ কিশোরী কাশের
বন
তোমার নামেই এখনও সে
সাড়া দেয়
তুমি তো অলীক, তোমাকে
ছোঁবে কে বলো
মন জুড়ে শুধু বেজে ওঠে
পিছুটান
তৃতীয় নয়ন তৃতীয় বিশ্ব
দেখায়
সে বিশ্বে শুধু ভীরুতার
জয়গান
এত ভয় কেন চারপাশ জুড়ে
আছে
কেন আতঙ্ক শরীরে শিকড়
গাড়ে
তবু চুপ তুমি,
জ্যোৎস্নার খেলা খেলো
তোমার পুজোর নেশা
ক্রমাগত বাড়ে
এইবার তুমি চোখ খোল
প্রতিমা
এবার সত্যি দৃষ্টিপ্রদান
হোক
তোমার অর্ঘ্য দাও
মানুষের পায়ে
তুমি মুছে দাও মানুষের
সব শোক
মেরুদন্ড
পৃথিবীর অশত্থগাছে ভুল
করে নেচে ফেলে দোয়েল
অ-নিরাপদ শিসে
ডুবিয়ে রোদ্দুরের তুলি
তণ্বী কোকিল আঁকে
মুখচোরা ছুটির কুচকাওয়াজ...
রাষ্ট্র সঞ্চালক
জানে শত্রু জানে
বিভীষিকা
কল্পনার দেশ লেফট্
দেশ রাইট
বুটে পিষে যায়।
পাখিতে বসন্তে খুউব
সুনিবিড় শরীর মাখামাখি
বসন্ত পাখির মহকুমায়...
গাছ কাটা হলো
পাখিরা ওড়ে না আর
ক্ষমতা দুরন্ত খুশি
আমরা আতঙ্কে মাথা নিচু
বসন্ত ভোটার নয়
তাই শূন্যে শিরদাঁড়া
তোলে সে আবার!
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন