কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬

জয়শীলা গুহ বাগচী

বীণ

আমি মিশর হয়ে উঠব
নাকি ভায়োলিন
অজানা গাইছে ধুলো
প্রফুল্ল ফুটে উঠছে
সুরে সুরে শ্যামধনি
মরুতার
তারে তারে বিষণ্ণ উট
উপেক্ষাও মিঠা বীণ
আহা উপেক্ষা
মরুঝড়ের মাঝে
দ্রাঘিমা টলমল 
তুমি
আজীবন ধারে ভারে
বোঝালে
সাজালে
ভেঙেচুরে ধাতুরূপ
আমি এই পর্যন্ত নামি
তারপর
পিঠের দুপাশে দুটো
ঊড্ডীন  লাগাই

টান

বিসর্গ চন্দ্রবিন্দু গুছিয়ে নিয়েছি
চুক্তির ভেতর ফ্রক হয়ে উঠছে অক্ষর
ঐতো পড়ে আছে হাওয়ার প্লাসেন্টা
নিভু নিভু ছোট বড় ছাতা
আর
গেঁজিয়ে ওঠা আন্তরিক
মুখোমুখি নাম দেয় হাসিকে
তাদের হাতে পায়ে
গজিয়েছে আলোচনা
ছেয়ে যাচ্ছে হাওয়ার বুকে
রসালো পরটান
মারিজুয়ানা দুলছে
ছায়ার ভেতর কমে যাচ্ছে অনন্ত 


3 কমেন্টস্: