কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬

নিখিল পান্‌ডে

তোমার কথা

তোমার কথা ভাবব বলে
চুপ করে বসিনি কখনো
উন্মুক্ত কলম স্পর্শ করেনি
সাদা পৃষ্ঠার মসৃণ তল

তোমার কথা ভাবব বলে
উন্মুক্ত আকাশের দিকে
চাইনি চোখ মেলে
তোমার কথা ভাবব বলে
নির্জনেও বসিনি খোঁপা খুলে

তুমি তো শ্বাসে প্রশ্বাসে বয়ে চলেছ
যেভাবে বয়ে যায় নদী তির তির
তুমি তো শ্বাসে প্রশ্বাসে বয়ে চলেছ
যেভাবে বয়ে যায় বাতাস শির শির


অজানার পথে

এই নিঃশব্দ রাতে কোনো কথা নয়
শুধু অন্ধকারে গাঢ় অন্ধকারে
জ্বলতে থাকো জোনাকীর মতো

অসংখ্য নক্ষত্রের ডালি নিয়ে
জেগে আছে সীমাহীন আকাশ
প্রদীপের সলতে হয়ে পুড়ে যাওয়া ছাড়া
কিছুই করার নেই জেনো

এই জোনাকী আঁধার
প্রদীপের মৃদু মন্দ আলো, চলো –
তরী খুলে ভেসে চলি অজানার পথে 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন