কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬

অভিজিৎ মিত্র

মৌসিম

তোমাকে মৌসুমি ডাকব না
মৌসিম ডাকব
          অথবা মেমসাহেব
জুনমাসের মেঘহীন ট্রাফিক
তোমার মাখনে নুন গড়াচ্ছে
ঘামের যাই যাই
এবার একগ্লাস বৃষ্টি ঢালব
          যখন আকাশ নিভু নিভু
হাওয়ার ফুঁ মেখে ঢেউ গুনবে
পুকুর পানা সরাচ্ছে
ওখানে একটা আবছা আয়নায়
আমাদের হাতে হাত
তুমি চুপচাপ আমার ডান হাতের তিল
আর লোমে
সরু নখের বিদ্যুত কাটছ
দুজনের মেঘের গুড়গুড়
যেন চোখের ভাষায় মৌসিম ডাকা যায়
                একবার বারবার


ইচ্ছেদানা

ইচ্ছে হয়
     বাঁ গালের ব্রণ নিয়ে যুদ্ধ করি
     আলতো কামড়
যেভাবে তোমার সবুজ ব্লাউজের পিঠে নামা
                        রিং টুং
আমায় আবেশ ডাকে       রোজ
ইচ্ছে হয়
      সকাল আটটার বিছানা জুড়ে
তোমার জলদানাগুলো আরেকটু কুঁচকে
                আরেকটু আড়মোড়া
প্রতিরাতে যখন আকাশ
খাজুরাহো লিপিতে অন্ধকার শুট করে
তোমার চিরুনি আর একবাটি চাঁদ
ইচ্ছে হয়
      নেশা করি
তোমার সারা শরীরে বিজ্ঞাপন
একে একে ওড়াচ্ছি

মহুয়া নয়, আজ হরপল শুধু মৌ জমুক


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন