পাহাড়
কণিকা বা কণিকা পাহাড়
(১) 
পাহাড়ের
নখ থেকে কণা তুলে নিই
          পাহাড় কণিকা, কণিকা পাহাড়... 
  খাওয়াই পরাই ঘুম
পাড়াই, পালন করি
        অনেক রাতে বাড়ি না-ফিরলে চিন্তায় একশা 
    পাথর আমার মধ্যে ছেলে হয় মেয়ে হয়
           সংসর্গে আর সংঘর্ষে বয়সের
পৃষ্ঠা ওল্টাই... 
(২) 
খুলে
রাখি চোখ ও চশমা
   চির-একুশ দৃশ্যের
সুর্মা লাগিয়ে ওরা
       খেলছে দুলছে... 
   রেখে যাব, হ্রদের সবুজ জলের সাদা বরফে
নিয়ে
যাব পার্বত্য সংস্করণ
      দেখব, সব
কিছু বদল বেশ, নতুন নতুন...
 
(৩) 
কাঠের
সাপে আঙুল খেলে 
    আঁশের জেল্লা নিচ্ছে চোখ
পাথর
সাপের মাথার মণি
     অন্ধকারকে টর্চ ধরে পথ দেখায়
    কুন্ডলী নড়ে ওঠে
         বিড়া-মেঘের, ভাঙে একটু একটু আলো... 
(৪) 
অনন্তর
অহংকারের নাম নীল 
    কিঞ্চিৎ তুলো ফলান
         সময় সুযোগে... 
 চাষের পুলক পাখা পায় না যখন
      মনিহারী মেঘ জাল ফেলে সীমায়
           অনন্ত-অহং-এ আর নীল হতে পারি না... 
(৫) 
আকাশ
ঘুমায় না পাহাড় ঘুমায়
      নিয়ে মাথাব্যথা নেই স্পিতি নদীর
   তার ‘জাগতে
রহো, জাগতে রহো’
গতি চলায়
            পাথরগুলো গোল হতে হতে চাঁদ
চকচক
  আর প্রপাত আকাশ বুকে ধরে প্রতিফলন
স্বপ্নে 
      আমাকে এক্ষুনি আকাশ তক্ষুনি পাহাড়
করে ছাড়ে... 
 
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন