কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / দশম সংখ্যা / ১৩৭

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / দশম সংখ্যা / ১৩৭

মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬

সোনালি বেগম

অ্যাকশন

ফ্রুট ফেশিয়াল জলের মধ্যে তুলসীপাতার রস
শীতল সান্ধ্য-স্নান
সুদর্শন তরুণ তরুণী
প্রদক্ষিণরত মার্শাল আর্ট কৌশলী দক্ষতা
অ্যাকশন থ্রিল রোমান্স
প্রশংসিত হিট বক্স-অফিস
ভালোবাসার পাহাড় পথঘাট শত শঙ্খ বাজে
বিতর্কিত জীবনকথা পেশাদার মডেল ক্যাটওয়াক
অপ্রতিরোধ্য ইতিহাস
শেষবেলায় নতুন ইনিংস শুরু
ধারাবাহিক স্বপ্নপূরণ নিবিড় ছোঁয়াছুঁয়ি
দক্ষ খিলাড়ির জমজমাট আলোকচিত্রকথা


স্বপ্নপুরাণ

বার বার দুঃস্বপ্ন
আবার সুখস্বপ্ন জন্মদিনের কেক
পতনশীল দাঁত পরকীয়া প্রিয়জন দুর্জন স্বপ্নদুয়ার
সুইস মনোবিদ কার্ল জং কুড়ি হাজার স্বপ্ন নিয়ে
ভাবলেন জীবনভর
মনকে বোঝার চাবিকাঠি এই দারুণ স্বপ্নপুরাণ
রঙ বেরঙের ল্যাম্পশেডস দাঁড়িয়ে ছায়ামূর্তি
দৈনন্দিন ক্রিয়া প্রতিক্রিয়া
ঝড়জলরাত ভেঙে পড়ছে গাছের ডাল
ছুটন্ত গাড়ির পেছনে একা একা
পিছল রাস্তা
জড়িয়ে ধরে সুখস্মৃতি দুঃখস্মৃতি জাফরিকাটা কারুকাজ


মেঘমল্লার

পূর্ণিমার মহিমায় দোলযাত্রা ঝুলনযাত্রা রাসযাত্রা
বর্ষার আকাশে ধ্বনিত মেঘমল্লার রাগ     
স্পন্দন হিন্দোল উল্লাস জীবনময় প্রেমময় রসময়
জ্ঞানশক্তি বলশক্তি ক্রিয়াশক্তি আনন্দ-স্বরূপ
সখা-সখী
জ্বলজ্বল জোনাকি সতেজ পৃথিবী উত্তাল নদীগর্ভ
ময়ূরের পেখম-নৃত্য কৃষ্ণ-ঘনমেঘ
মধু-মত্ত ভ্রমরগুঞ্জন রাধার অষ্টসখী
ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা তুঙ্গবিদ্যা ইন্দুরেখা
রঙ্গদেবী সুদেবী
বাজছে বাদ্যযন্ত্র
মৃদঙ্গ পাখোয়াজ বীণা করতাল সপ্তস্বরা
এসব মোহনযন্ত্র
সুবাসিত তাম্বুল পুষ্পবৃষ্টি মহোল্লাস
দোলে সুসজ্জিত ঝুলনা

    

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন