কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬

সুদীপ্ত মন্ডল

প্রেম

নতুন জামার মতোই
আজকাল প্রেম আসে
একবার জামা গলিয়েই
প্রেম চলে যায়
আসলে নতুন জামাও
পুরনো হয়ে যায়... 

ছবি

ছবি হবার আগে নিজের
ছবি তুলে রাখছি
নিজেকে ফটোফ্রেমে
বাঁধিয়ে রাখছি
নিজের কাছেই...

একদিন স্মৃতি হয়ে যাব
তোমার কাছেও...

সুজাতা

সুজাতা পরমান্ন রাঁধতে ভুলে গেছে
সেই কবে সিদ্ধার্থ পায়েস খেয়েছিল
আমি ক্লান্ত রিক্ত অভুক্ত বহুদিন
সুজাতা আমি তোমার হাতের পায়েস
খাব আবার মহানির্বাণের জন্য
অর্জুন গান্ডিব ফেলে গেছে কুরুক্ষেত্রে
একা অভিমুন্য কত লড়বে চক্রবুহ্যে
আমিও যাব যুদ্ধে সুজাতা আবার
আমাকে পরমান্ন খাওয়াও সুজাতা
নতুন প্রেমের মন্ত্রে আমাকে জাগাও
যুদ্ধ জারি আছে পৃথিবীর ক্রমমুক্তির



0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন