কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬

কৌশিক চক্রবর্তী

এরিয়েল

নোনতা গতানুগতিকে
    ক্যামেরার হিজিবিজি
সি মেজরে লেখে  
কথাবার্তার উপকূলঅনুভূতি

লালায় চাঁদের ইয়েলো অকার
খোঁ       তে       ড়া
ড়া       খোঁ       তে

পাখিও

and fly myself in the dark green low and low my dark in the green dark self and dark my green in the self low fly and green my fly in the low dark self and self dark my in low green fly and dark self low in the my fly green and the fly low green in the my low self and fly fly fly


এইবার স্নান হবে

সেই ফাঁকে
আনুভূমিক বা বৃত্তাকার
কোনো একটা প্ল্যাটফর্ম ফেরত
তার
    রান্না হওয়া দেশান্তরের গল্পগুলো   
ভিজে যেতে পারে  

    পাতলা বাটিকের ডানায়
সোহাগের প্রতিসরণেরা তখন
ঘুমিয়ে পড়লেও

শিশু
শিশু
বৃষ্টিরা

তখন
    সেই বুকপকেটেই ...    
                 রাতজাগা



আলবেলা

সকালের গল্প খুঁটে খুঁটে লিখে রাখছ
     হারেম-রাস্তা
ছবির আলস্যে বুঁদ হয়ে
কোলাহল কাগজের স্তূপ

মাখানো কাচের সাবান
আয়নার আলেয়ায়
    আলো     আলোতর

বৃশ্চিক বারান্দার গান
at the crossroad rails of the murky after crossroads at the murky of the rail

চায়ের ধোঁয়ায়
শহরে শহরে
কথা শিখছে
    আলবেলা                            

                      

2 কমেন্টস্: