কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬

শুক্তি ঘোষ

কে বলবে

কবিতা মানে
শব্দের আঁকিবুঁকি,
অপটু হাতে
এঁকে যাওয়া ছবি -
অর্থহীন?
হয়তো তাই,
তবুও একান্তে এক শীতের সন্ধ্যায়
আকাশের মুখোমুখি
বিষণ্ণ মুহূর্ত কিছু,
নির্জন কিছু সংলাপ,
হয়তো বা
আকুল অতৃপ্তি কিছু
সুরার মতোন জ্বলে শিরায় শিরায় -
যেন এক অলীক যন্ত্রণা!
কিছুতেই পারি না যে
সাদা ক্যানভাসে
এঁকে যেতে ছবি!
অজস্র রাতের আলপনা,
আমার চোখের তারা
ধরে রাখে নক্ষত্রের দ্যুতি,
ধূপছায়া রং আর
আশ্চর্য আলোর জোনাকি -
তবুও ব্যর্থতা
ক্লান্ত করে;
এক অনুকরণ থেকে
উঠে আসে আরো এক ব্যর্থ প্রয়াস,
বারবার সীমাহীন এই চক্রমণ -
এ চক্রব্যূহের
নিষ্ক্রমণ কোন দ্বারে,
কোথায় সে সঠিক ঠিকানা -
যন্ত্রণা মুক্তির স্বাদ?
খুঁজে মরি কোথায় সে জন -
কে বলে দেবে তা আমায়?

           
      
                             
প্রমিথিউস

বারবার মশাল জ্বালিয়ে
তুমি কি এখন ক্লান্ত প্রমিথিউস?
তোমার দু’চোখ জুড়ে কি
ঘুমের আবেশ?
হীরে জ্বলা অজস্র তারার ফুল
রাত্রির আঁচলে গেঁথে
আকাশের অবজ্ঞার হাসি
স্তব্ধ করে দাও
উল্লোল দাবানলে রক্তিম শিখায় -
অজস্র আগুন ফুল
দু’হাতে ছড়িয়ে দাও আনাচে কানাচে
পলাতক অন্ধকার,
অপমানে লাল হোক আকাশের সুনীল কপোল

প্রমিথিউস -
তুমি কি এখন মৃত?
তোমার নির্বাক উপস্থিতি
এখন কি জ্বালায় না আলো?
আগ্নেয় অনুরাগে তপ্ত তীব্র জীবনের স্বাদ -
সেই সাধ বিলাসিতা আজ?
তুষার সমাধি
শুষে নিলে প্রাণের উত্তাপ
অন্ধ জীবন থেকে মুছে যায় আলোর সোহাগ,
রাত্রির অলিগলি গোলকধাঁধায়
বারে বারে পথ হাতড়ায় -
দু’পায়ে তুষার ক্ষত,
হিম দুই হাতের মুঠোয়
ধুঁকতে ধুঁকতে শুধু
সঞ্চয় পরম শূন্যতা
অথচ সে আগুনের ফুল,
ফুটন্ত লাভার স্রোত, আগ্নেয় উচ্ছ্বাস
উত্তপ্ত হাহাকারে থেকে যায় বুকের পাঁজরে -
বিস্ফোরণের দিন
একদিন আসবেই জেনে

প্রমিথিউস,
আজও কি বন্দী তুমি
অন্ধকার মৃত্যুগুহায়?
দু’হাতে শিকল,
শকুনির দল
বারে বারে মাংস ছিঁড়ে খায় -
রক্ত ঝরে ফোঁটায় ফোঁটায়!
যন্ত্রণায় নিলীন সময়ে
তুমিও কি পরাজিত আজ?
রক্তদীর্ণ এ কালসন্ধ্যায়
ফিরে এসো রক্তবীজ হয়ে!
এই দেখো ধরেছি মশাল -
আগুন ছোঁয়াও
প্রমিথিউস
আগুন ছোঁয়াও,
বড় অন্ধকার!
অজস্র তারার ফুল আঁচলে ছিটিয়ে
আকাশের বিদ্রূপ আর
হায়েনার হাসি
স্তূপীকৃত করে চলে ভয়,
চাবুকের মতো তীব্র
শনশনে উত্তুরে হাওয়া
যেন এক শান দেওয়া ইস্পাত ছোরায়
কেটে নেয় মাংসপেশি,
মেধা, মজ্জা,
অন্ত্র ও কলিজা
এ অশুচি রক্তের প্লাবন
অগ্নিস্নানে শুদ্ধ কর তুমি,
মশাল জ্বালাও -
অঞ্জলি ভরে দাও আগুনের ফুলে

প্রমিথিউস
তুমি কোথায়?
















0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন